প্রসেনজিৎ চ্যাটার্জীর দ্বিতীয় স্ত্রীকে চেনেন? সৌন্দর্যে হার মানাবে টলিউড নায়িকাদেরও, রইল তাঁর ছবি
নব্বইয়ের দশকের টলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় থাকা একজন দাপুটে অভিনেতা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

নব্বইয়ের দশকের টলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় থাকা একজন দাপুটে অভিনেতা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। আর এই অভিনেতা সম্পর্কে কমবেশি সকলেরই জানা। এককালীন একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদের। এমনকি এক সময় বলা হত তিনিই নাকি ইন্ডাস্ট্রি। প্রায় তিন দশক পেরিয়ে গেলেও ইন্ডাস্ট্রি থেকে কমেনি তাঁর এটুকুও দাপট। টলিউডের সেকালের এমন কোনো অভিনেত্রী নেই যার সাথে জুটি বেঁধে অভিনয় করেননি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
তবে অভিনেতা নিজের কেরিয়ারের কারণে যতটা না চর্চিত তার চেয়ে বেশি চলচিত তাঁর জীবনের ওঠাপড়া নিয়ে। ইন্ডাস্ট্রিতে শক্ত করে পা জমানোর পর অভিনেতা বিয়ে করেন সেকালের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)-কে। ছোটবেলা থেকেই বন্ধুত্ব ছিল এই দুই তারকার। যা থেকে তৈরি হয় প্রেমের সম্পর্ক ও তা শেষমেষ গড়ায় বিয়ে পর্যন্ত। তবে এই দুই তারকার দাম্পত্য জীবন খুব বেশি চিরস্থায়ী হয়নি। বিয়ের কিছুদিনের মধ্যেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে তাঁদের।
বিবাহবিচ্ছেদের পর টানা দু’বছর গৃহবন্দী ছিলেন প্রসেনজিৎ। এরপর তাঁর জীবনে আসে অপর্ণা গুহ ঠাকুরতা (Aparna Guha Thakurta)। দেবশ্রীকে ভুলে ১৯৯৭ সাল নাগাদ তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। তবে দ্বিতীয়বার বিয়ে করেও খুব একটা সুখী হতে পারেননি তিনি। বিয়ের পাঁচ বছর যেতে না যেতেই অপর্ণার সাথেও বৈবাহিক জীবনে ভাঙনের সৃষ্টি হয়। অপর্ণা ইন্ডাস্ট্রির কোনো অংশ না হলেও সৌন্দর্যের দিক থেকে দশ গোলে মাত দিতে পারবেন যেকোনো অভিনেত্রীকে।
পাঁচ বছরের বৈবাহিক জীবনে প্রসেনজিৎ ও অপর্ণার কোন আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। অপর্ণার সাথে অভিনেতার বৈবাহিক জীবন ভেঙে যাওয়ার কারণ হিসেবে জানতে পারা যায় যে ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের সাথে প্রসেনজিতের ঘনিষ্ঠতা একেবারেই মেনে নিতে পারছিলেন না অপর্ণা। তাই একসময় পরকীয়ার অভিযোগে অভিনেতার সাথে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন অপর্ণা। তারপর তিনি নিজের মেয়েকে নিয়ে দেশ ছেড়ে চলে যান আমেরিকায়। আর সেখানেই নিজের ইচ্ছে মতো জীবন কাটছে তাঁদের। অপর্ণার সাথে সম্পর্ক বিচ্ছেদের পর অভিনেতা তৃতীয়বারের মতো বিয়ে করেন অভিনেত্রী অর্পিতাকে। বর্তমানে তাঁর সাথে সুখের সংসার প্রসেনজিতের। এমনকি তাঁদের এক ছেলেও রয়েছে। যার নাম তৃষানজিৎ।