Prasenjit Chatterjee : রূপে গুনে সমস্ত নামি দামি নায়িকাদের টেক্কা দেবে প্রসেনজিতের মেয়ে, দেখুন তাঁর ছবি
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেতা।

Prasenjit Chatterjee : প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেতা। তিনি কর্মজীবনে একসময় সাফল্যের শিখরে পৌঁছে গেছিলেন। এখনও তিনি অভিনয় জগতের অংশ, তবে বর্তমানে তাঁর সিনেমার প্রকৃতি পাল্টেছে। পাল্টেছে সিনেমার চরিত্রের ধরণও।
Prasenjit Chatterjee Daughter :
অভিনেতা প্রসেনজিৎ ( Prasenjit Chatterjee) -এর কর্মজীবন বেশ রঙিন থেকেছে। সেই কর্মজীবনের সঙ্গে তাঁর বাস্তব জীবনও একসময় খবর শিরোনামে থেকেছে। এর মূল কারণ হল তাঁর একাধিক বিয়ে। বর্তমানে তিনি অর্পিতা চ্যাটার্জির সঙ্গে সংসার করছেন। এর পূর্বে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন দুই নারীর সঙ্গে তাঁর দুইবার বিয়ে হয়েছিল। তাঁর প্রথম স্ত্রী ছিলেন দেবশ্রী রায় (Debashree Roy) এবং দ্বিতীয় স্ত্রী ছিলেন অপর্ণা গুহ ঠাকুরতা (Aparna Guha Thakurta)। তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ‘প্রেরণা’ (Prerona) নামের এক মেয়ে রয়েছে। আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে প্রসেনজিৎ-কন্যা প্রেরণাকে নিয়েই।
আরও পড়ুন : রূপে লক্ষ্মী গুনে সরস্বতী, সৌন্দর্যের নিরিখে টলিউড নায়িকাদেরও হার মানাবে তাপস পালের মেয়ে, দেখুন ছবি
Prasenjit Chatterjee Daughter :
প্রেরণাকে নিয়ে আলোচনার সূত্রপাত ঘটে বছর খানেক আগের জনপ্রিয় পরিচালক অভিনেত্রী সুদেষ্ণা রায়ের ফেসবুক আইডি থেকে একটি ফটো পোস্ট হওয়ার জেরে। উক্ত ফটোতে একই ফ্রেমে দুই পরিচালক সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ ও প্রসেনজিৎ-কন্যা প্রেরণাকে দেখতে পাওয়া যায়। ফটোতে প্রেরণার পরণে ছিল কালো প্রিন্টেড ভি নেক কাট ড্রেস। এরপর থেকেই বাতাসে ভাসতে শুরু করে প্রেরণা কেন্দ্রীক একাধিক প্রশ্ন।
জানা গেছে, প্রেরণার ডাক নাম বান্নো। দাবি করা হয়, অপর্ণা নিজেই প্রেরণার লালনপালন করেছেন এবং ডিভোর্সের পর থেকে তিনি কোনোভাবেই প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ রাখেননি। অপর্ণা নাকি বরাবরই প্রেরণাকে নিয়ে কলকাতার বাইরে থাকেন। বর্তমানে প্রেরণা আইন নিয়ে লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলে খবর। প্রেরণার অভিনয় জগতে আসার ইচ্ছে আছে নাকি, এই বিষয়ে অভিজিৎকে প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন এই ইস্যুতে স্পষ্ট জানিয়েছিলেন যে, প্রেরণার আপাতত অভিনয় জগতে আসার কোনো ইচ্ছে নেই।