Srabanti Chatterjee: জিমের নামে টাকা হাতিয়ে গায়েব শ্রাবন্তী? অভিনেত্রীর বিরুদ্ধে থানায় প্রতারিতরা
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও চর্চিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও চর্চিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। প্রায়শই তাঁর নাম খবরের শিরোনাম থাকতে দেখা যায়। পূর্বে অভিনয়ের দরুণ তাঁর নাম চর্চায় থাকতো। আজকাল বেশিরভাগ সময়ই ব্যক্তিগত জীবনের কারণে তাঁর নাম আলোচনার ইস্যু হয়ে উঠতে দেখা যায়। তবে এবার শুধুমাত্র বিতর্কিত ইস্যু নয়, আইনি ইস্যুতে অভিনেত্রীর নাম জড়িয়ে পড়তে দেখা গেল।
বহুদিন পর ‘কাবেরীর অন্তর্ধান’ সিনেমায় অভিনয় করার দৌলতে চারিদিকে প্রশংসিত হয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই তাঁর নাম আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা গেল। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন কিছু ব্যক্তি। অভিযোগটি ২০২০ সালে নম্ভেম্বর মাসে চালু হওয়া ‘দ্য ফিটনেস এম্পায়ার’ জিমকে কেন্দ্র করে। জানা গেছে, শ্রাবন্তী রোশনের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পরে অভিষেক, আনোয়ার ও সৌম্য নামক তিন ব্যক্তির সঙ্গে জিমটি খুলেছিলেন।
দাবি করে হয়েছে, মধ্যমগ্রামের স্টার মলে অবস্থিত জিমটিকে কেন্দ্র করে শ্রাবন্তী সোশ্যাল মিডিয়া প্রচারকার্যও সেরেছিলেন। এই জিমের সঙ্গে শ্রাবন্তীর নাম যুক্ত থাকায় সবার নজর কেড়েছিল জিমটি। অনেকেই মোটা টাকা দিয়ে সারা বছরের সাবস্ক্রিপশন নিয়ে জিমের সদস্য হয়েছিলেন। সেই জিমই হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়ল সবার। জিমের ট্রেনিরা জিম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হন। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়ে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন জিমের সদস্যরা।
উল্লেখ্য, ‘ফিটনেস এম্পায়ার’ জিমের উদ্বোধনের সময়ে সবুজ রঙের ব্যাকলেস গাউন পরিহিত অবস্থায় হাজির হয়ে জিমের সূচনা করেছিলেন অভিনেত্রী। ওইদিনটি তিনি কেক কেটে উদযাপন করেছিলেন। প্রকাশ্যে জিমের প্রমোশনাল ভিডিও। সেই ভিডিওতে শ্রাবন্তীকে বলতে দেখা যায়, “সবাইকে স্বাগত জানাই আমার নতুন জগৎ দ্য ফিটনেস এম্পায়ারে। অভিনয়ের বাইরে এই প্রথম আমি ফিটনেস ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছি। আমাকে তোমরাই তৈরি করেছো, তোমরাই আমার ভগবান। তাই এবারও তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা এসো ও ভালোবাসায় ভরিয়ে দাও”। জানা গেছে, জিমটির অফিসিয়াল পেজ থেকে শেষ পোস্টটি করা হয়েছিল ৬ই মার্চ তারিখে। অভিযোগকারী জিম সদস্যদের উক্ত পোস্টে গিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে।