প্রকাশ্য মঞ্চের উপর শর্ট ড্রেসে উপস মোমেন্টের শিকার পরিণীতি চোপড়া, মূহুর্তের মধ্যে ভাইরাল ভিডিও
জনপ্রিয় ও সুন্দরী বলি অভিনেত্রী হলেন পরিনীতি চোপড়া (Pariniti Chopra)। বলিউডের সমস্ত চোপড়া সিস্টাদের মধ্যে একজন এই অভিনেত্রী।

বর্তমানে গোটা নেট দুনিয়া জুড়ে বিভিন্ন টলি-বলি অভিনেত্রীদের নিয়ে এখন একটাই ট্রোলড টপিক তাঁদের পোশাক। তাই পান থেকে একটু চুন খসলেই সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন বিভিন্ন তারকারা। আর মাঝে মাঝেই বিভিন্ন বলি অভিনেত্রীদের এভাবে বিপাকে জড়াতে দেখা যায়। কারণ তাঁদের পোশাকই গোটা দেশের ফ্যাশন সেন্সশন। তবে কখনো কখনো অভিনেত্রীরা এমন কিছু কিছু পোষাকে সকলের মাঝে এসে ধরা যেন যেখানে পোষাকের ফাঁক দিয়ে বেরিয়ে পরে তাঁদের অন্তরঙ্গ।
আর বিকিনি ও মনোকিনিতে সাজটা যেন এখন তাঁদের কাছে পুরো জলভাত হয়ে গিয়েছে। বলিউডে এক সে বারকার এক সুন্দরী অভিনেত্রী রয়েছে। সেরকমই একজন জনপ্রিয় ও সুন্দরী বলি অভিনেত্রী হলেন পরিনীতি চোপড়া (Pariniti Chopra)। বলিউডের সমস্ত চোপড়া সিস্টাদের মধ্যে একজন এই অভিনেত্রী। কারণ সম্পর্কে তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন। বলিউডে অভিনেত্রী মানেই তাঁদের রূপ ও ফিগারে থাকবে টানটান উত্তেজনা তাঁদের পোশাকে থাকবে উজাড় করা হটনেস। আর তার সাথে মারকাটারি ফিগার তো রয়েইছে।
তবে এদিক থেকে অভিনেত্রী পরিনিতি চোপড়া একটু আলাদা। অভিনেত্রীর একেবারে মারকাটারি চাবুক ফিগার না থাকলেও তাঁর চাব্বি ফিগারেই কুপোকাত তাঁর অনুরাগীরা। যদিও মাঝে মাঝে ওজন বেশি হওয়ার কারণে নেটিজেনদের কাছ থেকে ট্রোলের শিকার হতে হয় তাঁকে। কিন্তু সেদিকে তিনি খুব একটা পাত্তা না দিয়ে বরং নিজের কাজেই ব্যস্ত থাকেন। তবে বর্তমানে কড়া ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে অনেকটাই ছিমছাম হয়ে গিয়েছেন তিনি। যার কারণে মাঝে মাঝেই বিভিন্ন রকম সাহসী পোশাকে দেখা মেলে তাঁর।
অনেকদিন ধরে অভিনেত্রীকে বড় পর্দায় দেখা না গেলেও বিভিন্ন ফটোশুট এবং মিউজিক অ্যালবামের শুটিংয়ের জন্য ব্যস্ত তিনি। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেল বলিউডের অন্যতম হ্যান্ডসাম একজন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) সাথে দুটো ছবি শেয়ার করতে। এই ছবিটি মূলত একটি সিনেমা প্রমোশনের। যেখানে এই দুই তারকা অভিনয় করেছিলেন। আর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েই বিপাকে পরেন অভিনেত্রী। এই অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল একটি ডিপ নেক সমৃদ্ধ ওয়েস্টার্ন ফ্রক। যেখানে অভিনেত্রীর ক্লিভেজ ছিল পুরো দৃশ্যমান। আর সেখানেই সাংবাদিকরা সেই সিনেমার একটি দৃশ্য করতে বললে তৎক্ষণাৎ সিদ্ধার্থ অভিনেত্রীকে কোলে তুলে নেন। আর সেখানেই লজ্জায় পরে যান অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর এই ভিডিওটিই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল ভাইরাল।