×

মঞ্চের উপর সিদ্ধার্থ জড়িয়ে ধরতেই লজ্জায় লাল পরিণীতি,ভিডিও ভাইরাল

অভিনেত্রী পরিণীতি চোপড়াকে (Pariniti Chopra)। সিদ্ধার্থের কোলে চড়ে পোশাক বিপাকে পরলেন।

বলিউড মানেই এক ঝা চকচকে দুনিয়া। আর এই দুনিয়ার তারকাদের সম্পর্কে জানতে সর্বদাই মুখিয়ে থাকেন তাঁদের অগণিত ভক্তের দল। আর স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার পাশাপাশি এই ইন্ডাস্ট্রির তারকারা হামেশাই জড়িয়ে পরেন বিভিন্ন ধরনের বিপাকে। আর বিপাকে জড়ানো তারকাদের সংখ্যাটা খুব একটা কম নয়। মাঝে মাঝেই নিজেদের বিভিন্ন রকম মন্তব্য ও পোশাকের জেরে বিপাকে জড়ান বিভিন্ন বলি তারকারা। সমালোচিত হন নেটিজেনদের কাছে।

সম্প্রতি সেরকমভাবেই বিপাকে জড়াতে দেখা গেল জনপ্রিয় বলিউড তারকা অভিনেত্রী পরিণীতি চোপড়াকে (Pariniti Chopra)। সিদ্ধার্থের কোলে চড়ে পোশাক বিপাকে পরলেন অভিনেত্রী। বেরিয়ে এলো অভিনেত্রীর অর্ধেক স্তন। নেট দুনিয়ায় এখন অভিনেত্রীদের নিয়ে একটাই ট্রোলড টপিক তাঁদের পোশাক। যদিও পোশাক ছাড়াও পান থেকে চুন খসলেই তাঁদেরকে সমালোচনা করতে ছাড়েন না মানুষ। তবে তা সত্ত্বেও বিতর্কিত পোশাক পরতে ছাড়েন না তারা। যার কারণ ফ্যাশন সেনসেশনই তাঁদের জনপ্রিয়তার একমাত্র হাতিয়ার।

সম্প্রতি অভিনেত্রী পরিনীতি চোপড়ার একটি পুরোনো ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গোটা নেট দুনিয়া জুড়ে। বহুদিন ধরে তাঁকে বড় পর্দায় দেখা না গেলেও মাঝে মাঝেই বিভিন্ন ধরনের ফটোশুট এবং মিউজিক অ্যালবামের জন্য শুটিংয়ে দেখা যায় তাঁকে। বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)-র সাথে দুটো ছবিও করেছেন তিনি। একটি ‘জাবারিয়া জোরি’ (Jabariya Jodi) ও আরেকটি ‘হাঁসি তো ফাঁসি’ (Hasee Toh Phasee)। যেখানে দুজনের অভিনয়ই ব্যাপক প্রশংসা পেয়েছিল।

সম্প্রতি অভিনেত্রীর ভাইরাল যাওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি অভিনেতা সিদ্ধার্থের সাথে উপস্থিত হয়েছেন নিজেদের কোনো একটি ফিল্ম প্রমোশনের কাজে। যেখানে অভিনেত্রীর পরনে ছিল একটি ডিপনেক সমৃদ্ধ ওয়েস্টার্ন ফ্রক। যেখানে অভিনেত্রীর বুকের অর্ধেক ক্লিভেজ পুরোপুরি দৃশ্যমান ছিল। এরপর সেখানে উপস্থিত দর্শকেরা অভিনেতাকে তাঁদের সিনেমার একটি দৃশ্য করতে অনুরোধ করলে সিদ্ধার্থ অভিনেত্রীকে জড়িয়ে ধরে কোলে তুলে নেন। আর এতেই লজ্জায় পরে যান অভিনেত্রী। কারণ তাঁর বুকের বেশিরভাগ অংশটা বেরিয়ে আসছিল বাইরে। যা অভিনেত্রীর কাছে ভীষণই অস্বস্তিকর ছিল। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে এই ভিডিওটি।

Related Articles