Oindrila Sen : কালো শাড়ি ও স্লিভলেস ব্লাউজে উন্মুক্ত যৌবন, হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ঐন্দ্রিলা
ফটোটিতে ঐন্দ্রিলার পরণে ছিল কালো স্লিভলেস ব্লাউজ ও কালো রঙের শিফন শাড়ি।

Oindrila Sen : অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি করেছেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। ধারাবাহিক ও সিনেমা, দুই জগতেই তাঁর বিচরণ। কর্মজীবন বাদে ব্যক্তিগত জীবনের কারণেও তাঁর নাম খবরের শিরোনামে দেখা যায়। তাঁর ও অভিনেতা অঙ্কুশের সম্পর্ক প্রায়শই খবরের শিরোনামে আসতে দেখা যায়। অনেকেই দাবি করেন, ঐন্দ্রিলা ( Oindrila Sen ) শুধুমাত্র অঙ্কুশের দৌলতে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে পেরেছেন। যদিও অনেকেরই যেটা অজানা, সেটা হল তিনি অনেক ছোট্ট বয়স থেকে বাংলা সিনেমার জগতের অংশ রয়েছেন। অতঃপর, অন্য কারোর হাত ধরে অভিনয় জগতে তাঁর আত্মপ্রকাশ ঘটেনি।
ঐন্দ্রিলা সেন ২০০৪ সালে জিৎ ও কোয়েলের সিনেমা ‘বন্ধন’-এর হাত ধরে অভিনয় জগতে পা দেন। এরপরে ২০০৬ সালে শিশুশিল্পী হিসাবে মিঠুন চক্রবর্তীর সিনেমা ‘অভিমন্যু’তে অভিনয় করেন। প্রাপ্ত বয়স্ক হলে তাঁকে ‘ফাগুন বউ’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। এছাড়াও ‘সাত পাকে বাঁধা’ সিনেমাতেও অভিনয়ের ছাপ ছাড়তে দেখা যায় তাঁকে।
অভিনয় জগতের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে প্রায়শই বিভিন্ন ধরণে ফটো ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি তাঁর এই আইডি থেকে প্রকাশ্যে আসা ফটোই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল।
View this post on Instagram
ফটোটিতে ঐন্দ্রিলার পরণে ছিল কালো স্লিভলেস ব্লাউজ ও কালো রঙের শিফন শাড়ি। ব্লাউজটি ডিপ নেক কাট বিশিষ্ট হলেও অভিনেত্রীর ক্লিভেজ মোটেই দৃশ্যমান হয়নি। শাড়ির পাড় দ্বারা অভিনেত্রীর বক্ষবিভাজিকা আবৃত থাকতে দেখা যায়। শাড়িটির পাড়ে ফ্লোরাল প্যাটার্নের এমব্রয়ডারি কাজ ও শাড়ি জুড়ে মাল্টিকালার সিকুয়েন্সের স্ট্রাইপ দেখতে পাওয়া যায়।
Oindrila Sen :
View this post on Instagram
পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপ, স্টোন স্টাডেড কানের দুল, হাতের আংটি ও বালা পড়েছিলেন অভিনেত্রী। মাথায় জাস্ট এক খোঁপা, গালের উপরে পড়ে থাকা অল্প চুল ও কপালে ছোট্ট কালো টিপে তাঁকে অপরূপ সুন্দরী লাগছিল দেখতে। ঐন্দ্রিলাকে এই লাস্যময়ী অবতারে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে পোস্টটিকে ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা।