×

Nora Fatehi: প্রকাশ্য রাস্তায় টাইট পোশাকে উদ্দাম নাচ ‘হটবম্ব’ নোরা ফাতেহির, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে বলিউডের অন্যতম আইটেম ডান্সার নোরা।

Nora Fatehi:  বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ নোরা ফতেহি (Nora Fatehi)। তিনি মূলত মরক্কীয় বংশোদ্ভূত কানাডিয়ান শিল্পী। প্রথমে নৃত্য প্রদর্শনকারী হিসাবে বিনোদন জগতের (Entertainment Industry) অংশ হলেও পরবর্তীকালে তিনি অভিনয়ের জগতেও অভিষেক করেন। বর্তমানে তিনি সারা ভারত জুড়ে জনপ্রিয়। তিনি ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বাইরেও পরিচিতি লাভ করেছেন।

Nora Fatehi:

Nora Fatehi

নোরা ফতেহি যেন সর্বগুণসম্পন্না। তিনি অভিনেত্রী হওয়ার সঙ্গে নৃত্য প্রদর্শনকারী, মডেল ও গায়িকাও। নোরা ফতেহিকে ওয়ার্ল্ড কাপ থিমের ‘লাইট দ্য স্কাই’ (Light The Sky) গানের ভিডিওতে গাইতে ও নৃত্য প্রদর্শন করতে দেখা গেছে। আবার, নোরার নিজস্ব কণ্ঠে একটি মিউজিক ভিডিও রয়েছে। ‘ডার্টি লিটল সিক্রেট’ (Dirty Little Secret) নামক ওই ভিডিওটিতে তাঁকে জ্যা়ক নাইটের সঙ্গে দেখা গিয়েছে।

Nora Fatehi :

Nora Fatehi

এখানে দেখুন : নির্লজ্জতার সমস্ত সীমা পার করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি নোরা ফতেহির একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটিতে তাঁকে মুম্বাইয়ের খোলা আকাশের নিচে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই অভিনেত্রীর পরণে সবুজ রঙের স্কিন টাইট থাই স্লিট ড্রেস দেখা যায়। এই ড্রেসের সঙ্গে তিনি চুল পুরোপুরি খোলা না রেখে আলগা বিনুনি করে বিনুনিটিকে বাঁ কাঁধে ফেলে রেখে দেন। এই বিশেষ অবতারে তাঁর যৌবন যেন ঠিকরে বেরোচ্ছিল। পোশাকের মধ্যে দিয়ে তাঁর দুধ সাদা রঙের পা ছিল উন্মুক্ত। নোরার শরীরি হিল্লোলের সাক্ষী হয়ে ঘায়েল হয়েছেন বহু পুরুষ অনুরাগী। আর তাই হয়তো নিমেষে ভাইরাল হয়ে যেতে দেখা গিয়েছে ভিডিওটিকে।

Nora Fatehi Viral Dance :

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ফিল্মি ক্রেজি’ (Filmy Crazy) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি যদিও আজকের নয়, বেশ পুরোনো। প্রায় ৩ বছর আগে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। কিন্তু নোরা ফতেহি পুরুষ অনুরাগীদের মনে এমনভাবে স্থান দখল করে রেখেছেন যে, তাঁর যে কোনো পুরোনো ভিডিওই মাঝে মধ্যে নতুন করে ভাইরাল হয়ে যেতে দেখা যায়। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা প্রায় ৩.৮ মিলিয়ন অতিক্রম করে ফেলেছে এবং লাইকের সংখ্যা প্রায় ১৭ হাজার পেরিয়ে গেছে।

Related Articles