×

Nora Fatehi : নির্লজ্জতার সমস্ত সীমা পার করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি, তুমুল ভাইরাল ভিডিও

নোরা ফতেহি, এমন এক কানাডিয়ান শিল্পী, যিনি ভারতে নৃত্য জগতে প্রভূত নাম কামিয়েছেন।

Nora Fatehi : নোরা ফতেহি, এমন এক কানাডিয়ান শিল্পী, যিনি ভারতে নৃত্য জগতে প্রভূত নাম কামিয়েছেন। মরোক্কীয় বংশোদ্ভূত এই নৃত্যশিল্পী অপূর্ব শৈলীতে নৃত্য প্রদর্শন করার মাধ্যমে অগণিত দর্শকের মন জয় করেছেন। বেলি ডান্সের (Belly Dance) এখতিয়ারে এখনও বলিউডে তাঁকে টেক্কা দেওয়ার মতো নৃত্যশিল্পী দেখা যায়নি। উল্লেখ্য, নোরা ফতেহি ( Nora Fatehi) বলিউড ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র নৃত্যশিল্পী হিসাবেই থেকে যাননি। নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি তিনি মডেল, গায়িকা ও অভিনেত্রীও।

NoravFatehi:

Nora Fatehi

তিনি মূলত মরোক্কীয় বংশোদ্ভূত কানাডিয়ান শিল্পী হিসেবে পরিচিত হলেও, তিনি নিজেকে ‘হৃদয়ে ভারতীয়’ বলে অভিহিত করেন। তিনি নৃত্যশিল্পী হিসেবে বলিউড সহ অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করলেও, পরবর্তীকালে নিজেকে অভিনেত্রী হিসাবেও তুলে ধরেন। তিনি মডেল হিসাবেও পরিচিত। আবার ‘রিলভ রেকর্ডস’ (Revolve Records) মিউজিক সংস্থার অধীনে জ্যাক নাইটের (Zack Knight) সঙ্গে একটি মিউজিক ভিডিওতেও কন্ঠ দিয়েছেন তিনি। সবমিলিয়ে প্রায় সর্বক্ষেত্রেই নিজের পারদর্শিতা প্রদর্শন করেছেন নোরা।

এখানে দেখুন : প্রকাশ্য রাস্তায় টাইট পোশাকে উদ্দাম নাচ ‘হটবম্ব’ নোরা ফাতেহির, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Nora Fatehi :

Nora Fatehi

সম্প্রতি নোরা ফতেহির এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে তাঁকে ফুল স্লিভযুক্ত ডার্ক ব্লু রঙের ওয়ানপিস পরে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। পোশাকটি বেশ শর্ট প্রকৃতির হওয়ায় নাচ করার সময়ে দমকা হাওয়ায় তাঁর পোশাকের নিম্নাংশ উড়ে যেতে দেখা যায় এবং সেই ফাঁকেই অন্তর্বাসের অল্প অংশ মুহূর্তের জন্য দেখতে পাওয়া যায়। দৃশ্যটি ভিডিও আকারে ক্যামেরাবন্দিও হয়ে যায়। যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।

Nora Fatehi :

নোরা ফতেহিকে প্রায়শই ওয়েস্টার্ন পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়। মাঝে মধ্যে তাঁকে এই কারণে নেটিজেনদের কটাক্ষের শিকারও হতে হয়। তবে তিনি কোনো কিছুকেই পাত্তা দেন না। এই বিদেশি শিল্পী ভারতের মাটিতে নিজেকে নিজের মতো মেলে ধরতে পিছপা হন না। এককথায় সমালোচকদের সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এগিয়ে যেতে ভয় পান না শিল্পী নোরা।

Related Articles