বন্ধ ঘরে নিরহুয়ার সঙ্গে উদ্দাম তোয়ালে ড্যান্সে মাতলেন অঞ্জনা সিং, ভিডিও ভাইরাল মুহূর্তে
‘জিয়ান করবা এ রাজা' গানের ভিডিওয় একসঙ্গে দেখা গিয়েছিল নিরহুয়া-অঞ্জনা জুটিকে।

এবার আর বন্ধ ঘরের মধ্যেই, একেবারে সব সাহসিকতা পার করে শরীরী হিল্লোল তুললেন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক-নায়িকা জুটি, দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়া এবং অঞ্জনা সিং(Anjana Singh)। তাও আবার কি একটু আধটু নয়, প্রথম প্রথম নায়ক নায়িকার শরীরি আদলে মূর্ছা না খেলেও পরে আর নিজের শান্ত ইমেজ ধরে রাখতে পারলেন না তিনি। নায়ক একেবারে নায়িকার শরীরী বিহঙ্গে মূর্ছা গেলেন। ফাঁকা ঘরের মধ্যেই নায়িকার শরীরে ছিল শুধু সায়া এবং ব্লাউজ। শাড়ী হাফ করে পরেছিলেন তিনি।
যেমন তাঁর, ভারী স্তন তেমনি তাঁর চাব্বি পেট আর নায়িকার শরীরের এই যৌনতা যেন তীব্র আকর্ষণ করল নিরাহুয়াকে। আসলে নেট দুনিয়া এখন দাপিয়ে বেড়াচ্ছে এক একটা ভোজপুরি ইন্ডাস্ট্রির গানগুলি। বলা চলে, ভোজপুরি গানগুলির বৈশিষ্ট্যই হল, নায়ক-নায়িকাদের শরীরী উত্তেজনা। তাঁদের জমকালো রোমান্সই এই গানগুলির বৈশিষ্ট্য। ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় গানগুলি দেখে তীব্র রোমান্সের পরশ নিতে মোটামুটি সবসময় অপেক্ষা করে থাকেন ভক্তরাও।
বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত অঞ্চলে দীনেশ লাল যাদবের ছবি আসা মানেই তা একেবারে সুপারহিট। বিশেষ করে তাঁর সঙ্গে যেকোনো নায়িকারই রসায়ন দারুণ মানিয়ে যায়। সম্প্রতি ভাইরাল গানটিতে দেখা গিয়েছে, নিরাহুয়া, ভোজপুরি ইন্ডাস্ট্রির আরও এক নায়িকা অঞ্জনা সিংয়ের সঙ্গে কেমিস্ট্রি ফের মার্কেট কাঁপালো। যেখানে দেখা গিয়েছে, নিরাহুয়া বাড়ির দরজা খুলতেই অঞ্জনা তাঁর সঙ্গে রোমান্স করতে শুরু করেন।
নিরাহুয়া বিরক্তি প্রকাশ করলেও নায়িকা কিছুতেই শোনে না। সে কখনো নিরাহুয়ার বুকের উপর আবার কখনো তাঁর কোলে উঠে নাচতে শুরু করেন। নায়িকার ফিগার এই গানটির সবথেকে বেশি আকর্ষণীয় অংশ ছিল। এই গানটির নাম ছিল ‘জিয়ান করবা এ রাজা’। ইতিমধ্যেই এই গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে মার্কেটে। বিশেষ করে অঞ্জনার হট এবং গ্ল্যামারাস লুকের মাধ্যমে আগুন ঝরিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই গানটি তাদের দুজনের সুপারহিট সিনেমা হাথকরি থেকে নেওয়া হয়েছে।