×

Viral Video : বন্ধ ঘরে আম্রপালির হট মুভে নিজেকে সামলাতে পারলেন না নিরহুয়া, তুমুল ভাইরাল ভিডিও

'খাটিয়া সে খাটিয়া' গানের ভিডিওয় রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁদের দু'জনকে।

Viral Video : ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির (Bhojpuri Film Industry) জনপ্রিয়তা দিনের পর দিন বাড়তে দেখা যাচ্ছে। বর্তমানে এই ইন্ডাস্ট্রির গান চারিদিকে শোনা যায়। বিয়ে বাড়ি হোক বা পিকনিক সব জায়গায় আজকাল বাজতে শোনা যায় ভোজপুরী সিনেমার গানগুলো (Bhojouri Song)। সোশ্যাল মিডিয়াতেও আজকাল ভোজপুরী গানের ভিডিও ( Viral Video ) ক্লিপের রাজত্ব। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছেন, যারা ভোজপুরী গান শুনতে পছন্দ করেন এবং ভিডিও ক্লিপ নিজের টাইমলাইনে শেয়ার করে থাকেন।

Viral Video

ভোজপুরী সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় মুখ নিরহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) এবং আম্রপালি দুবে (Amrapali Dubey)। দুইজনের ক্যামেরাবন্দি রোম্যান্স সর্বকালেই নজর কেড়েছে দর্শকদের। এই জুটির অনস্ক্রিন রসায়ন বরাবরই দর্শকদের ঘাম ঝরিয়েছে। এই জুটির ভিডিও সামনে পেলে নজর সরানো দায় হয়ে পড়ে দর্শকদের।

Viral Video

আরও পড়ুনঃ প্রকাশ্য মঞ্চে ‘হটবম্ব’ স্বপ্না চৌধুরীর সঙ্গে তাল মিলিয়ে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ভাইরাল ভিডিও

সম্প্রতি এই জুটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি পুরোনো হলেও নতুন করে উষ্ণতার সৃষ্টি করল সোশ্যাল মিডিয়ায়। ব্যাকগ্রাউডে শোনা যায় ‘খাটিয়া সে খাটিয়া’ (Khatiya Se Khatiya) গান। আর এই গানেতে দুইজনকে ‘খাটিয়া’কে কেন্দ্র করে রোম্যান্সের অভিনয় করতে দেখা যায়। কখনও খাটিয়ার উপরে থেকে, আবার কখনও খাটিয়ার সঙ্গে থেকে দুইজনকে রোম্যান্সের অভিনয়ে মেতে থাকতে দেখা যায়। দুইজনের এই কেমিস্ট্রি দেখে বরাবরই অনুরাগীদের ঘুম উড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

Viral Video :

ভিডিওটিতে প্রথম অর্ধে দুইজনকে নাইট ড্রেস পরে থাকতে দেখা যায়। তবে ভিডিও এগোতেই দ্বিতীয় অর্ধে দুইজনের পোশাক পাল্টে যায়। আম্রপালিকে গোলাপি রঙের ও নিরহুয়াকে নীল রঙের পোশাক পরে রোম্যান্সে ব্যস্ত থাকতে দেখা যায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টি সিরিজ হামারি ভোজপুরী’ (T series Hamaar Bhojpuri) নামক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি পুরোনো হলেও নিরহুয়া ও আম্রপালির অতুলনীয় রসায়নের জেরে নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল।

Related Articles