×

বাথরুমের মধ্যে আম্রপালির সাথে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া, হট কেমিস্ট্রি দেখে ঘুম উড়ল দর্শকদের

দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও অভিনেত্রী আম্রপালি দুবেকে (Amrapali Dubey)। দুইজনকে মূলত বাথরুম রোম্যান্সে লিপ্ত থাকতে দেখা যায়।

ভোজপুরী গান অনেকেরই পছন্দ। বিশেষ করে যারা লাউড মিউজিক সম্পন্ন গান পছন্দ করেন, তাঁদের এই গান আরওই ভালো লাগে। নানান রকমের মিউজিকের সংমিশ্রণ থাকায় এই গান মজা করে নাচার জন্য একদম উপযুক্ত। আর সেই জন্যই হয়তো বিয়ের বাড়ির উদ্দাম নাচ হোক বা পিকনিকের উত্তাল ডান্স, সবেতেই বহু মানুষের প্রথম পছন্দ ভোজপুরী গান।

ভোজপুরী গানগুলোর (Bhojpuri Song) আরও একটি বিশেষত্ব হল এর মধ্যে থাকা উষ্ণতায় ভরপুর দৃশ্য। গানের ভিডিওটিতে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে দেওয়া এই উপহারই মন জয় করে নেয় দর্শকদের। দর্শকরা যে ভোজপুরী গানের ভিডিও (Bhojpuri Video Song) দেখতে খুব ভালোবাসেন, তা স্পষ্ট বোঝা যায় গানের ভিডিওগুলোর ভিউয়ার্সের সংখ্যা দেখেই।

সম্প্রতি একটি ভোজপুরী গানের ভিডিও ভাইরাল (Bhojpuri Viral Video Song) হয়েছে। ভিডিওটিতে রোম্যান্সে ব্যস্ত থাকতে দেখা গেছে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নিরহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও অভিনেত্রী আম্রপালি দুবেকে (Amrapali Dubey)। দুইজনকে মূলত বাথরুম রোম্যান্সে লিপ্ত থাকতে দেখা যায়। সাহসিকতায় পরিপূর্ণ এই ভিডিওতে দুইজনকে নানানভাবে একের অপরের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যের অভিনয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। উল্লেখ্য, তাঁদের ওই তালিকা থেকে বাদ যায়নি টাওয়াল রোম্যান্সও।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডিজে রিমিক্স” (DJ Remix) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। নিরহুয়া ও আম্রপালির এই জমকালো রোম্যান্স থেকে নজর সরাতে পারেননি দর্শকরা। ফলস্বরূপ এই ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা প্রায় ৪.৮ লক্ষ ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১.৩ হাজার অতিক্রম করে ফেলেছে।

Related Articles