×

Viral Video : বন্ধ ঘরে আম্রপালির হট মুডে নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

দীনেশ লাল যাদব একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তাঁর সিনেমা শুধুমাত্র ভোজপুরী দর্শকরাই উপভোগ করেন না, অন্যান্য রাজ্যের দর্শকরাও উপভোগ করেন।

Viral Video : ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির স্টার নিরহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav)। তিনি যে সিনেমায় থাকবেন, সেটি হিট হবে না এমনটা হতে পারে না। তিনি যে সমস্ত গানের ভিডিওতে উপস্থিত থাকেন, সেই সমস্ত গানের ভিডিওই ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এককথায় ভোজপুরী সিনেমা হোক বা গানের ভিডিও, ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তিনি লাভজনক প্রমাণিত হন।

Viral Video

দীনেশ লাল যাদব একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তাঁর সিনেমা শুধুমাত্র ভোজপুরী দর্শকরাই উপভোগ করেন না, অন্যান্য রাজ্যের দর্শকরাও উপভোগ করেন। তাঁর সিনেমা মানেই উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে সুপারহিট। এই অভিনেতা একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় ও গানের ভিডিওতে রোম্যান্স করলেও আম্রপালির সঙ্গে তাঁর জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়।

এখানে দেখুন :  বন্ধ ঘরে আম্রপালির হট মুভে নিজেকে সামলাতে পারলেন না নিরহুয়া, তুমুল ভাইরাল ভিডিও

Viral Video

নিরহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) এবং আম্রপালি দুবের (Amrapali Dubey) জুটি গানের ভিডিওতে থাকলেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে সক্ষম। শুধুমাত্র নতুন নয়, এই জুটির পুরোনো গানের ভিডিও ( Viral Video ) মাঝেমধ্যে ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি আবারও দুইজনের এক পুরোনো ভিডিও ভাইরাল হতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

Viral Video :

ভিডিওটিতে নিরহুয়া ও আম্রপালিকে রোম্যান্টিক দৃশ্যে ব্যস্ত থাকতে দেখা যায়। আম্রপালিকে কালো রঙের নাইট ড্রেস পরিহিত অবস্থায় উষ্ণতার পরিবেশ সৃষ্টি করতে দেওয়া যায়। দুইজনের জমকালো রোম্যান্স থেকে চোখ সরাতে পারেননি দর্শকরা। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ওয়েভ মিউজিক’ (Wave Music) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি দর্শকদের এতটাই পছন্দ হয়েছে যে, এর ভিউয়ার্সের সংখ্যা ৬ মিলিয়ন অতিক্রম করে ফেলেছে এবং লাইকের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে।

Related Articles