Bhojpuri Video : বন্ধ ঘরে কাজল রাঘওয়ানির সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া, ভাইরাল ভিডিও
নিরহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি দুবেকে (Amrapali Dubey) রোম্যান্টিক দৃশ্যে মেতে থাকতে দেখা যায়।

Bhojpuri Video : ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি (Bhojpuri Film Industry) ধীরে ধীরে সারা দেশে জনপ্রিয়তা লাভ করছে। এই ইন্ডাস্ট্রির গান আজকাল দেশজুড়ে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। কোথাও কোনো বিয়েবাড়ি থাকুক বা পিকনিক, সর্বত্রই ভোজপুরী গান (Bhojpuri Song) শুনতে পাওয়া যাচ্ছে। এই গানের মিউজিক ও স্থানীয় ভাষার টানা আজকাল অন্যান্য রাজ্যের বাসিন্দাদেরও পছন্দের বিষয় হয়ে উঠতে দেখা যাচ্ছে।
এই ভোজপুরী গানের (Bhojpuri Songs) ভিডিও সোশ্যাল মিডিয়াতে (Social Media) নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। ভোজপুরী গানের মূল আকর্ষণ হচ্ছে জমকালো মিউজিক বিশিষ্ট গান ও উষ্ণতায় ভরপুর ভিডিও। এককথায় বলা যেতে পারে পুরো এন্টারটেইনমেন্ট প্যাকেজ হচ্ছে ভোজপুরী গান। অনেকেরই এই বিশেষ প্যাকেজ ভালো লাগে। তাঁরা সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন। ফলস্বরূপ অনেক সময়েই বহু পুরোনো ভোজপুরী গানের ভিডিও হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা যায়।
এখানে দেখুন : বাথরুমের মধ্যে আম্রপালির সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
সম্প্রতি ভোজপুরী গানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গানের ভিডিওটি যদিও নতুন নয়, বেশ পুরোনো। ভিডিওটিতে তিন ভোজপুরী তারকা তথা কাজল রাগওয়ানী (Kajal Raghwani)নিরহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি দুবেকে (Amrapali Dubey) রোম্যান্টিক দৃশ্যে মেতে থাকতে দেখা যায়। তিন তারকার উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় কার্যত উষ্ণতা ছড়িয়ে দেয় ।
Bhojpuri Video :
তিনজনকে ভিডিওতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখে ঘাম ছুটল বহু পুরুষ অনুরাগীদের। ভক্তরাও তাঁদের প্রিয় জুটিকে একই ফ্রেমে গানে দেখে বেশ খুশি হয়ে যান। ‘ঝুমকা ঝুলানিয়া দিহা’ (Jhumka Jhulaniya Diha) নামক এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস্ ভোজপুরি’ (World Wide Records Bhojpuri) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। ভিডিওটি ৬ বছরের আগে পোস্ট করা বলেও এবছর নতুন করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল। ভিডিওটিতে ভিউয়ার্সের সংখ্যা ১ কোটি অতিক্রম করে গেছে এবং লাইকের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে।