×

সূর্যর সামনেই সোনাকে চড় মারতে গেল মিশকা, গল্পে নতুন মোড় নিল ‘অনুরাগের ছোঁয়া’

স্টার জলসার (Star Jalsha) 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa) বর্তমানে পশ্চিমবঙ্গের এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক।

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) বর্তমানে পশ্চিমবঙ্গের এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকে আপাতত টানটান উত্তেজনা বজায় রয়েছে। একের পর এক নতুন নতুন ঘটনা ও গল্পের মোড় ধারাবাহিকের প্রতি দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়িয়ে তুলছে। ফলস্বরূপ প্রতি সপ্তাহের টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক ভালো ফলাফল করছে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে মিশকার ষড়যন্ত্রের কারণে বেশ কয়েক বছর ধরেই সূর্য-দীপা আলাদা রয়েছে। অন্যদিকে, দীপা যমজ কন্য সন্তানের জন্ম দেওয়ার পর এক মেয়ে রূপা তার কাছে আছে ও আরেক মেয়ে সোনা‌ রয়েছে সেনগুপ্ত বাড়িতে। সোনার আসল পরিচয় না জানলেও সূর্য তাকে ভীষণ ভালোবাসে। এছাড়াও, ছোট্ট রূপার সঙ্গে দেখা হ‌ওয়ার পর তার পরিচয় না জেনে সূর্য তাকেও ভীষণ স্নেহ করতে শুরু করেছে।

সরস্বতী পুজোর দিন সূর্যের হাত ধরে সেনগুপ্ত বাড়িতে পা রাখে রূপা। দুই যমজ বোন মিলে পুরো পুজো হ‌ইহ‌ই করে সেনগুপ্ত বাড়ির সকলের সঙ্গে কাটায়। লাবণ্য ও প্রবীর ইতিমধ্যেই রূপার আসল পরিচয় জানতে পারায় তাকে সেই নজরেই দেখতে শুরু করেছেন। পুজোর পরে রূপা বাড়ি ফিরে যাওয়ার আগে সোনা তার ব্যাগে ভুল করে এক ফাইল ঢুকিয়ে দেয়, যার মধ্যে ছিল সোনা ও সূর্যের ডিএন‌এ টেস্টের রিপোর্ট।

পরবর্তী সময়ে ফাইলটি খুঁজে না পেয়ে ভীষণ রেগে যায় মিশকা। এতদিন ধরে সূর্যের মন পাওয়ার জন্য ছোট্ট সোনাকে পছন্দ না করলেও সে ভান করতো। তবে এবারে নিজের রাগ আর বশে রাখতে না পেরে সে সোনাকে চড় মারতে যায়। সেই সময়েই ওই স্থানে সূর্য উপস্থিত হয় ও মিশকার ফাত ধরে আটকে দেয়। সোনার প্রতি মিশকার এমন ব্যবহার দেখে প্রচণ্ড রেগে যায় সূর্য, এমনকি সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে। পরবর্তী পর্বে আরো বড়ো চমক দর্শকদের জন্য অপেক্ষা করে রয়েছে।

Related Articles