জগদ্ধাত্রীকে হারিয়ে টপে এলো নিম ফুলের মধু, নম্বর কমল ‘অনুরাগের ছোঁয়া’র, রইল TRP তালিকা
টিআরপি তালিকায় দেখা গেল ব্যাপক রকমের অদলবদল।

টিআরপি তালিকায় দেখা গেল ব্যাপক রকমের অদলবদল। স্টার জলসা (Star Jalsa) ও জি বাংলা (Zee Bangla) বেশ কিছুদিন বন্ধ থাকার কারণে বাড়ির মা-বোনেরা বেশ সমস্যার মুখে পড়েছিলেন। শুধুমাত্র বাংলা ভাষার মাধ্যমেই মনোরঞ্জন করতে পারা দর্শদকরা বেশ বিপদে পড়েছিলেন চ্যানেল দুটি বন্ধ থাকার কারণে। এদিকে, দর্শকদেরও ঘরে ঘরে পৌঁছাতে না পেরে ধারাবাহিকগুলোর জন্য সমস্যার তৈরি হয়েছিল।
সমস্ত বাধা পেরিয়ে অবশেষে চালু হলে ধারাবাহিকগুলো। এই অবস্থায় টিআরপি-এর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারি ধারাবাহিকদের পয়েন্টে দেখতে পাওয়া গেলে বিস্তর ফারাক। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ৭.০ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় বিরাজ করছে প্রথম স্থানে এবং সবাইকে চমকে দিয়ে ৫.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘নিম ফলের মধু’ (Nim Foler Modhu) ধারাবাহিক। ‘নিম ফলের মধু’ এর আগের সপ্তাহে ৪ নং স্থানে ছিল। এই সপ্তাহে একেবারে ঝাঁপ দিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল। বলতেই হয়, পর্ণা, বাবু ও বাবুর মায়ের রসায়ন বেশ পছন্দ হয়েছে দর্শকদের।
অপরদিকে, বিগত সপ্তাহে ‘জগদ্ধাত্রী’ দ্বিতীয় স্থানে থাকলেও, এই সপ্তাহে ধারাবাহিকটিকে এক ধাপ পিছিয়ে ৫.৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে পড়তে দেখা গেল। স্থানে অবনমন ঘটেছে ‘গৌরী এলো’ ধারাবাহিকেরও। বিগত সপ্তাহে তৃতীয় স্থানে থাকার পরে চলতি সপ্তাহে ৫.৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে পড়তে দেখা গেল ধারাবাহিকটিকে। এই সবের মাঝে চতুর্থ স্থানে ৫.৭ পয়েন্ট নিয়ে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিককে দেখা গেল।
‘পঞ্চমী’ ও ‘বাংলা মিডিয়াম’ ধামকাদার জুটি নিয়ে আশা জাগিয়ে শুরু হলেও টিআরপি তালিকায় তেমন চমক সৃষ্টি করতে ব্যর্থ হলে। চলতি সপ্তাহে ‘পঞ্চমী’ ও ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিককে যথাক্রমে ৪.৭ ও ৪.৫ পয়েন্ট নিয়ে অষ্টম ও নবম স্থানে দেখতে পাওয়া গেল। ৫.৪ পয়েন্ট নিয়ে ‘রাঙা বউ’ যেখানে ষষ্ঠ স্থান বজায় রাখল। সেখানে একসময় লাগাতার শীর্ষস্থানে থাকা ‘মিঠাই’ এবারও প্রথম পাঁচে নিজের স্থান পাকা করতে পারল না। চলতি সপ্তাহে ধারাবাহিকটিকে ৫.০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকতে দেখা গেল।
এক নজরে টিআরপি তালিকার সেরা দশ ধারাবাহিক:
১. অনুরাগের ছোঁয়া- ৭.০
২. নিম ফলের মধু- ৫.৯
৩. জগদ্ধাত্রী- ৫.৮
৪. খেলনা বাড়ি- ৫.৭
৫. গৌরী এলো- ৫.৬
৬. রাঙা বউ- ৫.৪
৭. মিঠাই- ৫.০
৮. পঞ্চমী- ৪.৭
৯. মেয়েবেলা/ বাংলা মিডিয়াম- ৪.৫
১০. গাঁটছড়া/ এক্কা দোক্কা- ৪.৪
নতুন ও পুরাতনদের লড়াইয়ের মাঝেই প্রকাশ্যে এলো ব্লুজ প্রোডাকশনের নতুন মেগার ঝলক। অনুমান করা হয়েছে, এই ধারাবাহিক জি টিভিতে ‘তোমার খোলা হাওয়ায়’ বা ‘সোহাগ জল’ ধারাবাহিকের জায়গা নিতে পারে।