×

অবিকল বাবার মুখ বসানো! সৌন্দর্যের নিরিখে সমস্ত নায়িকাদের টেক্কা দেবে নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে, দেখুন ছবি

বলিউডের অত্যন্ত দক্ষ এবং নাম অভিনেতাদের তালিকায় রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর (Nawazuddin Siddiqui) নাম।

বলিউডের অত্যন্ত দক্ষ এবং নাম অভিনেতাদের তালিকায় রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর (Nawazuddin Siddiqui) নাম। তিনি এত বড় অভিনেতা কিন্তু তবুও তাঁর পরিবারের সদস্যদের তিনি লাইন-লাইট থেকে বরাবর দূরেই রেখেছেন। নাওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া, মেয়ে শোরাকে (Shora Siddiqui) চেনে না অধিকাংশ মানুষই। কিন্তু সম্প্রতি এই অভিনেতার মেয়ের ছবি ভাইরাল হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। নাওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরাকে দেখার পর থেকে রাতের ঘুম উড়েছে বহু যুবকের।

নাওয়াজউদ্দিন সিদ্দিকী এমন একজন অভিনেতা যিনি বরাবরই খবরের শিরোনামে থাকেন। অভিনয়ে তিনি কতটা দক্ষতা তা বলার বাকি রাখে না। ব্যক্তিগত জীবনে সমালোচনা নয়, তিনি তাঁর কাজের জন্যই সর্বদা আলোচনায় থেকেছেন। তবে সম্প্রতি এই অভিনেতা তাঁর মেয়ের কারণে খবরের শিরোনামে এসেছেন। নওয়াজ-কন্যা শোরার যেমন রূপ, তেমনি সুন্দর ব্যবহার। শোরার ব্যবহারে মুগ্ধ সকল মানুষ।

কয়েক মাস আগে নওয়াজ-কন্যা শোরা তাঁর নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করেন। সেই ছবি দেখে অনেকেই বলেছেন যে শোরা একেবারে তাঁর বাবার জেরক্স কপি। অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে শোরার মুখের প্রচুর মিল রয়েছে। তবে অনেক নেটিজেন ভিন্ন মতও প্রকাশ করেছেন। অনেকে বলেছেন শোরা কে দেখতে একেবারেই তাঁর বাবার মত নয়, বরং শোরা দেখতে হুবহু বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের মতো।

কিছুদিন আগে শোরার আরো একটি ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছিল। সেই ছবিতে শোরাকে তাঁর বাবা নাওয়াজউদ্দিনের সাথে এয়ারপোর্টে দেখা গিয়েছে। বলিউড স্টার কিডদের মতো ওতো উশৃংখল নয়, বরং একেবারে সাদামাটা পোশাকে দেখা গিয়েছিল শোরাকে। একবার একটি সাক্ষাৎকারে শোরার সম্বন্ধে কথা বলতে গিয়ে নওয়াজ বলেছিলেন, ‘হাড্ডি’ ছবিতে মহিলা দেশে তাঁকে দেখে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন শোরা। এরপরে শোরা বুঝতে পারেন যে অভিনয়ের জন্য তাঁর বাবাকে এমন পোশাক পড়তে হয়েছে। বর্তমানে শোরা নেট মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। নেটিজেনরা শোরাকে খুবই পছন্দ করছে। অধিকাংশ নেটিজেন জানিয়েছেন শোরার মধ্যে অভিনেত্রী হওয়ার সমস্ত গুণ রয়েছে।

Related Articles