Mx Player -এর সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না
এই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক সবকিছুই সঠিক নেট পরিষেবা ও প্রযুক্তির উপস্থিতিতে দেখতে পাওয়া যায়।

Mx Player : করোনার অতিমারির সময়ে বিভিন্ন হলের দরজায় তালা পড়তে দেখা যায়, অনেক সিনেমা হল শূন্য দর্শকদের উপস্থিতিতে খাঁ খাঁ করতেও দেখা যায়। ওই অতিমারির আবহেই এক নতুন বিভাগ মাথাচাড়া দিয়ে উঠতে দেখা যায়। আগেও এর অস্তিত্ব ছিল। তবে তখন খুব একটা জনপ্রিয় ছিল না। কিন্তু করোনার লকডাউনের সময়ের মানুষ যখন ১ সপ্তাহ, ২ সপ্তাহ, মাসের পর মাস ধরে বাড়িতে বসে একঘেঁয়ে অনুভব করতে শুরু করে, তখন বিনোদন প্রদানের জন্য সবার জীবনে পরিত্রাতা হিসাবে এগিয়ে আসতে দেখা যায় ওটিটি প্ল্যাটফর্মকে (OTT Platform)।
Mx Player:
এই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক সবকিছুই সঠিক নেট পরিষেবা ও প্রযুক্তির উপস্থিতিতে দেখতে পাওয়া যায়। প্রতিযোগিতা বাড়তে শুরু করলে ওটিটি প্ল্যাটফর্মগুলো নিজস্বতা প্রদর্শন করার জন্য ওয়েব সিরিজও হাজির করতে শুরু করে। এই ওয়েব সিরিজের জনপ্রিয়তাই করোনা অতিমারির সময়ে গুণোত্তর প্রগতিতে বৃদ্ধি পেতে দেখা যায়।
ভারতে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ রয়েছে। একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হল এমএক্স প্লেয়ার (MX Player)। এই প্ল্যাটফর্মে ‘আশ্রম’ ও ‘সমান্তরের’ মতো বিভিন্ন রকমের ওয়েব সিরিজ রয়েছে। এগুলো ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবার, সম্প্রতি এই প্ল্যাটফর্মেরই এক ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজের ট্রেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরে চর্চার বিষয় হয়ে উঠতে দেখা গেল।
এখানে দেখুন : নির্লজ্জের সমস্ত সীমা পার করেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না
ট্রেলার ভিডিওটি যদিও আজকের নয়, কয়েক মাসের পুরোনো। ট্রেলারটি রিলিজ হয়েছিল ২০২২ সালের ২১শে জুন তারিখে। এরপরে উক্ত ওয়েব সিরিজ মুক্তিও পায় ১লা জুলাই তারিখে। যদিও পুরো সিরিজের থেকে ট্রেলার ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় বেশি চর্চায় থাকতে দেখা গেল। ওয়েব সিরিজটির নাম ‘মিয়া বিবি অর মার্ডার’ (Miya Biwi Aur Murder)। এই ওয়েব সিরিজটি মূলত পুলিশ অফিসার জয়শ এবং তাঁর স্ত্রী প্রিয়াকে কেন্দ্র করে আবর্তিত। এই ওয়েব সিরিজে জয়সের ভূমিকায় অভিনয় করছেন রাজিব খান্ডেলওয়াল (Rajeev Khandelwal) এবং প্রিয়ার ভূমিকায় অভিনয় করছেন মঞ্জরী ফাডনিস (Manjari Fadnnis)।
Mx Player Video :
View this post on Instagram
সুনীল মঞ্চনদার পরিচালনায় প্রস্তুত এই ওয়েব সিরিজ দুই মুখ্য চরিত্রই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকতে দেখা যায়। জয়শকে যেখানে তাঁদের বাড়ির কাজের মেয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকতে দেখা যায়, সেখানে প্রিয়াকে অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। সমস্যা শুরু হয় তখনই, যখন জয়শের বাড়ির কাজের মেয়ে জানায় যে, সে জয়শের জন্য গর্ভবতী এবং তাঁর সন্তানের বাবা জয়শই। এই ঘটনা থেকেই পুরো গল্পে একের পর এক টুইস্ট দেখা যেতে শুরু করে।