নির্লজ্জের সমস্ত সীমা পার করলেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়, ভুলেও বাচ্চাদের সামনে ক্লিক করবেন না
ইভেন্টের দিনে মৌনি রায়কে টুকটুকে লাল রঙের এক্সট্রা শর্ট ড্রেস পরে থাকতে দেখা যায়।

অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ মৌনি রায় (Mouni Roy)। তিনি আজকাল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)-এ বিচারকের আসনে আসীন রয়েছেন। তবে কয়েক সপ্তাহ ধরে তাঁকে দেখা যায়নি ডান্স রিয়েলিটি শোটিতে। আপনি কি জানেন এতদিন কোথায় ব্যস্ত ছিলেন তিনি?
তিনি মূলত এযাবৎ ‘এন্টারটেইনার্স ট্যুরে’ ব্যস্ত ছিলেন। সবে ফিরে এসেছেন মহানগরী মুম্বাইয়ে (Mumbai)। তবে এসেও তাঁর যেন আরাম নেই। মুম্বাই মহানগরীতে পা রাখতেই ব্যস্ততার ছাপ দেখা গেল অভিনেত্রীর মুখে। উল্লেখ্য, সপ্তাহান্তে ‘বলিউড হাঙ্গামা’ আয়োজিত অভিনেত্রী মৌনি রায়কে ‘স্টাইল আইকন অ্যাওয়্যার্ডস ২০২৩’ ইভেন্টে দেখা গেল। ক্যামেরার সামনে একটু দাঁড়ানোর জন্য পাপারাৎজিদের তরফে তাঁর কাছে অনুরোধ করা হলেও, তিনি সেই অনুরোধে সাড়া দিতে পারেননি। উল্লেখ্য, এই অনুষ্ঠানে তিনি ‘মোস্ট স্টাইলিশ হটস্টেপড অ্যাওয়্যার্ড’ পেয়েছেন।
প্রথমে তাঁকে ‘স্টাইল আইকন অ্যাওয়্যার্ডস ২০২৩’ ইভেন্টে তাড়াহুড়ো করে প্রবেশ করতে দেখা গেল। তারপরে তাঁকে ইভেন্ট শেষে আবার তাড়াহুড়ো করে বেরিয়েও যেতে দেখা গেল। উল্লেখ্য, এত তাড়াহুড়োর মাঝেও সৌজন্য প্রকাশ করতে ভোলেননি তিনি। পাপারাৎজিদের দিকে হাত নাড়িয়ে ব্যস্ততাকে সঙ্গী করে বেরিয়ে যেতে দেখা গেল তাঁকে। এইসবের মাঝে যদিও তাঁকে জনপ্রিয় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে জরুরি বার্তালাপ করতে দেখা গেল।
ইভেন্টের দিনে মৌনি রায়কে টুকটুকে লাল রঙের এক্সট্রা শর্ট ড্রেস পরে থাকতে দেখা যায়। উল্লেখ্য, ড্রেসটির উপরিভাগ অফ শোল্ডার বৈশিষ্ট্যযুক্ত থাকতে দেখা যায়। এই ড্রেসটি থেকে লাল রঙের টেলারিং বেরিয়ে আসে, যা মাটি পর্যন্ত ছুঁয়ে থাকতে দেখা যায়। পোশাকটির সঙ্গে তাঁকে মাথায় সিম্পল বান, মুখমণ্ডলে হালকা মেকআপ, ও পায়ে লাল রঙের স্টিলেটো পরিহিত অবস্থায় দেখা যায়। এই সাজে যদিও তাঁকে গলায় বা কানে কোনো গয়না পরে থাকতে দেখা যায়নি।