×

Monami Gosh : নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ, ভাইরাল ভিডিও

বয়স ৩৯ ছুঁইছুঁই হয়ে গেলেও পুরুষদের হৃদয় হরণ করে রয়েছেন এমন এক অভিনেত্রী হলেন মনামী ঘোষ।

Monami Gosh :  বয়স ৩৯ ছুঁইছুঁই হয়ে গেলেও পুরুষদের হৃদয় হরণ করে রয়েছেন এমন এক অভিনেত্রী হলেন মনামী ঘোষ (Monami Ghosh)। তিনি টেলিভিশন সহ বড়ো পর্দায় অভিনয় প্রদর্শন করেছেন। একাধিক ছায়াছবিতেও অভিনয়ের ছাপ ছেড়েছেন তিনি(Monami Ghosh)। অভিনেত্রী ছাড়াও তিনি নৃত্য শিল্পী হিসাবেও পরিচিত। এই বাঙালি অভিনেত্রী এখনও সৌন্দর্যের নিরিখে উঠতি অভিনেত্রীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন।

Monami Gosh :

Monami Gosh

মনামী ঘোষ ‘সাতকাহন’-এর হাত ধরে অভিনয় জগতে অভিষেক করেন। এরপরে তাঁকে দেখা যায় ‘শ্যাওলা’, ‘ইরাবতীর চুপকথা’, ‘কস্তুরী’, ‘এক আকাশের নিচে’ প্রভৃতি টেলিভিশন ধারাবাহিকে। এছাড়াও তাঁকে ‘কালোচিতা’, ‘ষড়রিপু’, ‘বক্স নং ১৩১৩’ ও ‘বনভূমি’ ছায়াছবিতেও অভিনয় করতে দেখা যায়। এই অভিনেত্রী ‘বেলাশেষে’, ‘বেলাশুরু’, ‘মাটি’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমাতেও অভিনয় করেছেন।

আরও পড়ুন :  রঙিন বিকিনিতে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, নেটদুনিয়ায় ঝড় তুললেন বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ

Monami Gosh

অভিনেত্রীর ৩৯ ছুঁইছুঁই বয়স হয়ে গেলেও রূপ যেন তাঁর অঙ্গ থেকে ঝরে পড়ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে সক্রিয়। নিজস্ব ইনস্টাগ্রাম আইডি থেকে তিনি প্রায়শই ফটো ও ভিডিও পোস্ট করেন। প্রত্যেক ভিডিওতে তিনি নতুনভাবে ধরা দেন অনুরাগীদের কাছে। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে রঙীন মনোকিনী পরে জলপরীর মতো পাথরের ধারে গা এলিয়ে বসে থাকতে দেখা গেছে।

Monami Gosh Instragram Video :

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

রৌদ্রতপ্ত খোলা আকাশের নিচে জল ও সূর্যের আলোর স্পর্শে তাঁর ত্বক যেন সোনালি রং ধারণ করে। দুই হাত দুই দিকে করে একটা পায়ের উপর একটা পা হেলান দিয়ে মুখে অল্প হাসি জুড়ে দিয়ে এক বিরাট বড়ো পাথরের কোলে হেলান দিয়ে মনামীকে বসে থাকতে দেখা যায়। এই পোশাকের নিম্নাংশের বর্ধিত অতিরিক্ত অংশ জলে বারংবার ভেসে যেন তাঁর জলপরী হওয়ার সাক্ষী দিয়ে যায়। ভিডিওটিতে এই অপেক্ষারত সুন্দরী জলপরী ‘মনামী’র মোহময়ী রূপ দেখে ঘায়েল হয়ে গেছেন বহু অনুরাগী।

Monami Ghosh Instragram Video :

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

ভিডিওটি মূলত একটি রিল ভিডিও। ভিডিওটি পোস্ট করা হয়েছে মনামীর ইনস্টাগ্রাম আইডি থেকেই। অনুরাগীরা পোস্টটির কমেন্ট বক্স আগুনের ইমোজিতে ভরে দিয়েছেন। অনেকেই আবার কমেন্ট বক্সে তাঁকে ‘জলপরী’ বলেও আখ্যায়িত করেছেন। ভিডিওটি থেকে নজর সরাতে পারেননি নেটিজেনরা। ফলস্বরূপ ভিডিওটির লাইকের সংখ্যা ৬৬ হাজার অতিক্রম করে ফেলেছে।

Related Articles