অন্তর্বাস পরেই বেডরুমে এ কী কাণ্ড ঘটালেন মনামী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
মনামী ঘোষ ( Monami Ghosh) বাংলা অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী।

মনামী ঘোষ ( Monami Ghosh) বাংলা অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী। তিনি ধারাবাহিক ছাড়াও সিনেমাতেও অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও তিনি নৃত্যে পারদর্শী হওয়ার জন্যেও পরিচিত। এই অভিনেত্রী পুরুষ অনুরাগীদের মনে এক আলাদাই স্থান অধিকার করে রেখেছেন। অভিনয় ও নৃত্য প্রদর্শনের বাইরেও তাঁর নাম চর্চায় থাকে। বিশেষ ফ্যাশন স্টাইলিং-এর জন্য মাঝে মধ্যেই তাঁর নাম খবরের শিরোনামে চলে আসে।
মনামি ঘোষ জন্মগ্রহণ করেন ১৯৮৪ সালের ১৩ই জুলাই তারিখে। বর্তমানে তাঁর বয়স ৩৯ ছুঁইছুঁই। কিন্তু তাঁর রূপের জেল্লা দেখে অনুমান করা মুশকিল। তাঁর কারণে আজও বহু পুরুষ অনুরাগীরা রাতের ঘুম উড়ে যায়। এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজ ইনস্টাগ্রাম আইডি থেকে তাঁকে নিয়মিত ফটো পোস্ট করতে দেখা যায়। কোনো ফটোতে তিনি ট্র্যাডিশনাল শাড়িতে নিজেকে তুলে ধরেন। আবার কোনোটাতে কারোর পরোয়া না করেই বিকিনি বা মনোকিনীতে সাহসী পোজে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসেন।
সম্প্রতি মনামি নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে লেখা থাকে, “অ্যানিমেটেড ভার্সন’। ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে কুমার শানু ও অলকা য়াগনিকের ‘চুরাকে দিল মেরা’ (Churake Dil Mera) গান বাজতে শোনা যায়। আর এই গানের পরিবেশেই তাঁকে কখনও দুধসাদা বিছানায় শুয়ে গড়াগড়ি খেতে দেখা যায়, আবার কখনও উঠে-বসে বিভিন্ন রকমের পোজে দেখা যায়। এইসবের মাঝে গানের লিরিক্সে লিপসিং করার দৃশ্যও ক্যামেরাবন্দি হতে দেখা যায়।
ভিডিওটিতে দৃশ্যমান মনামির লুক সোশ্যাল মিডিয়ার উষ্ণতার আবহ সৃষ্টি করে। ভিডিওটিতে তাঁকে লাল রঙের টাইট ট্রাউজার ও নীল রঙের ব্রালেটে দেখতে পাওয়া যায়। ব্রালেটের নেক কাট বেশ গভীর হওয়ায় তাঁর বক্ষ বিভাজিকা সুস্পষ্টভাবে দৃশ্যমান থাকতে দেখা যায়।