×

‘Dance Dance Junior’-এর গ্র্যান্ড ওপেনিংয়ে তুমুল নাচ দেব, রুক্মিণী ও মনামির, রইল ভিডিও

আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বাংলার ডান্স রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ (Dance Dance Junior 3)। সামনে এলো প্রথম সপ্তাহের একটা ছোট্ট ঝলক। যা দেখার পর থেকেই নেটিজেনদের উৎসাহ আর ধরে রাখা যাচ্ছে না। এক ঝলকেই সকলের মন কেড়েছে ডান্স জুনিয়ারের নতুন সিজন। সেই জন্যেই প্রোমো ভিডিও সামনে আসতেই হলো ভাইরাল। আসুন দেখে নেওয়া যাক প্রোমো ভিডিওটি।

কয়েক মাস আগে থেকেই জল্পনা কল্পনা তুঙ্গে ছিলো ‘ডান্স ডান্স জুনিয়ার সিজিন ৩’ নিয়ে। প্রথমে নানান মানুষের নানান ধারণা দেখা যাচ্ছিলো সোশ্যাল মিডিয়ায়। এমন সময় ‘ডান্স ডান্স জুনিয়ার সিজিন ৩’ এর প্রথম অডিশনের খবর আসায় সেই আলোচনা যায় তুঙ্গে। অবশেষে স্টার জলসা সামনে আনে ‘ডান্স ডান্স জুনিয়ার সিজিন ৩’ এর প্রথম প্রোমো ভিডিওর এক ঝলক। যেখানে দেখতে পাওয়া যায় বেশ খানিকটা বদল হয়েছে এই সিজিনে।

শো শুরু হওয়ার আগে একটি ছোট্ট অনুষ্ঠানের দ্বারা শোয়ের সাথে যুক্ত সকলের সাথে আলাপ হয় মিডিয়ার উপস্থিতিতে। ওই দিন মঞ্চে উপস্থিত ছিলেন তিন বিচারক মনামী ঘোষ (Monami Ghosh), দেব (Dev)এবং রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তারপরে দেখতে পাওয়া গেছে ক্যাপ্টেনের ভূমিকায় তৃণা সাহা (Trina Saha), দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit), অভিষেক বসুকে (Abhishek Bose)। এরপরে সঞ্চালনায় দেখতে পাওয়া যাবে উদিতা (Udita) এবং লাড্ডু (Laddu)কে। ওই দিন ‘ডান্স ডান্স জুনিয়ার সিজিন ৩’ এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় (Subhankar Chattopadhyay) জানান, আগামী ৬ ই আগষ্ট থেকে শুরু হতে চলেছে ‘ডান্স ডান্স জুনিয়ার সিজিন ৩’।

তারপরেই সামনে এলো ওপেনিং সপ্তাহের একটা সুন্দর ঝলক। প্রোমো ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, প্রথম দিনে সুন্দর সুন্দর নাচ করছেন ৩ বিচারক এবং ৩ ক্যাপ্টেন। সাথে থাকছে ভাসান বাপি অর্থাৎ রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee) এর মজার কথা। প্রথম দিনেই প্রতিযোগীদের পারফরম্যান্স দেখে নিজেকে আটকে রাখতে পারছেন না সুপারস্টার বিচারক দেব। কি মনে থাকবে তো? প্রত্যেক সপ্তাহে শনি- রবি ঠিক রাত সাড়ে ৯ টায় স্টার জলসার পর্দায়।

Related Articles