Monalisa : টাইট কালো পোশাকে জঙ্গলের মধ্যে উদ্দাম নাচ অভিনেত্রী মোনালিসার, ভাইরাল ভিডিও
মোনালিসা অভিনয় জগতের এক জনপ্রিয় নাম। তিনি প্রকৃতপক্ষে বাঙালি অভিনেত্রী হলেও জনপ্রিয়তা পেয়েছেন ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে

Monalisa Viral Video : মোনালিসা অভিনয় জগতের এক জনপ্রিয় নাম। তিনি প্রকৃতপক্ষে বাঙালি অভিনেত্রী হলেও জনপ্রিয়তা পেয়েছেন ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bhojpuri Film Industry)। এই অভিনেত্রী বাংলা সিনেমায় অভিনয় করা ছাড়াও কন্নড়, ওড়িয়া, হিন্দি ও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। তিনি এখনও পর্যন্ত ১০০টারও বেশি ভোজপুরী সিনেমায় অভিনয়ের ছাপ ছেড়েছেন। এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল বিগ বস সিজন দশমেও।
Monalisa :
মোনালিসার( Monalisa) প্রকৃত নাম অন্তরা বিশ্বাস (Antara Biswas)। তিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ কলকাতায় (South Kolkata) বসবাসকারী এক বাঙালি পরিবারে। তিনি স্কুল জীবন জুলিয়ান স্কুলে অতিবাহিত করার পরে আশুতোষ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এদিকে, ২০১৭ সালে তিনি বিগ বসের সিজন ১০-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করলে অপর প্রতিযোগী তথা ভোজপুরী অভিনেতা বিক্রম সিং রাজপুতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি নিজ স্বামীর সঙ্গে সুখের সংসার ব্যস্ত।
এখানে দেখুন : মোনালিসার হটমুভে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন পবন সিং, উষ্ণ রোমান্স দেখে ঘাম ছুটেছে নেটিজেনদের
Monalisa :
বয়স তাঁর ৪০ অতিক্রম করে করে গেছে। মোনালিসার রূপের জেল্লা এখনও উঠতি অভিনেত্রীদের টেক্কা দেওয়ার মতো। দিনের পর দিন তাঁর গ্ল্যামার বাড়ছে বৈকি কমছে না। বহু কম বয়সী অভিনেত্রীরা যেখানে বিনা মেকআপে ক্যামেরার সামনে আসতে চান না, সেখানে মোনালিসা হেঁকেডেকে বিনা মেকআপে ক্যামেরার সামনে নৃত্য পরিবেশন করেছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। বিভিন্ন রকমের ফটো ও ভিডিও পোস্ট করতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর একটি ভিডিওই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে চলে এলো।
Monalisa Viral Video :
View this post on Instagram
ভিডিওটিতে মোনালিসাকে কালো রঙের স্কিন টাইট ওয়ান পিস পরে ‘সেলফি’ (Selfiee) সিনেমার ‘কুড়িয়ে নি তেরি’ (Kudiyee Ni Teri) গানে উদ্দাম নাচতে দেখা যায়। খোলা চুলে বিনা মেকআপেও আত্মবিশ্বাসের সঙ্গে দুর্দান্ত ডান্স করতে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর নাচ দেখে অনুরাগীরা মুগ্ধ হয়ে গেছেন। একজন অনুরাগী লিখেই ফেললেন, “আপনাকে রানীর মতো লাগছে”। পোস্টটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। লাইকের সংখ্যা ২৬ হাজার পেরিয়ে গেছে।