×

Mithun Chakraborty : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও হার মানাবে মিঠুন চক্রবর্তীর স্ত্রী

বলিউড ও টলিউড দাপিয়ে বেড়ানো অন্যতম জনপ্রিয় অভিনেতা

Mithun Chakraborty : বলিউড ও টলিউড দাপিয়ে বেড়ানো অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakroborty)। এই বরিষ্ঠ অভিনেতা বলিউডের ‘ডিস্কো ডান্সার’ হওয়ার সঙ্গে টলিউডের ‘ফাটাকেষ্ট’ও। বয়সকে তুড়ি মেরে উঠিয়ে বলিউডে অভিনয় জীবনের ফার্স্ট ইনিংস শেষ করার পরে টলিউডে তিনি সেকেন্ড ইনিংস শুরু করেন। তিনি অভিনেতা ছাড়াও টিভি উপস্থাপক, মনোরঞ্জক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেও পরিচিত।

Mithun Chakraborty :

Mithun Chakraborty

মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ চলচ্চিত্রের হাত ধরে অভিনয় জগতে তাঁর অভিষেক হয়। এই সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয় দেশজুড়ে। এর দৌলতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপরে ১৯৮২ সালে ‘ডিস্কো ডান্সার’ সিনেমার মাধ্যমে দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তারপরে একের পর এক হিন্দি সিনেমায় নিজের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করেন অভিনেতা। এরপরে ১৯৭৯ সালে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও যোগীতা বালি (Yogita Bali) বিবাহ বন্ধনে হন। মিঠুন ও যোগীতা বালি একে অপরের সঙ্গে বৈবাহিক বন্ধনে প্রায় ৪৪ বছর ধরে আছেন। দুইজনের চার সন্তান রয়েছে, এঁদের নাম যথাক্রমে রিমোহ চক্রবর্তী, মিমোহ চক্রবর্তী, নমসী চক্রবর্তী, দিশানী চক্রবর্তী।

Mithun Chakraborty :

Mithun Chakraborty

এই বিবাহের পূর্বে যদিও দুজনের বৈবাহিক অভিজ্ঞতা রয়েছে। তবে বর্তমানে দুইজনের সুখের সংসার করছেন। এর আগে ১৯৭৯ সালে মিঠুন চক্রবর্তীর বিয়ে হয়েছিল হেলেনা লিউকের (Helana Luke) সঙ্গে। কিন্তু ৪ মাসের বৈবাহিক বন্ধনে থাকার পরে দুজনের ডিভোর্স হয়ে যায় এবং এরপরে তিনি যোগীতা বালির সঙ্গে বিয়ে করেন। অপরদিকে, যোগীতা বালির প্রথম স্বামী ছিলেন কিশোর কুমার। তিনি ১৯৭৬ সালে কিশোর কুমারকে বিয়ে করলে দুই বছরের মাথায় দুইজনের বিবাহ বিচ্ছেদ ঘটে যায়।

এখানে পড়ুন : মিঠুন চক্রবর্তীর ছেলে হয়েও মেলেনি সন্মান, কাজের জন্য পরিচালকদের দরজায় দরজায় ঘুরতে হয় মিমোকে

Mithun Chakraborty :

Mithun Chakraborty

যোগীতা বালি বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ। সত্তর ও আশির দশকের চুটিয়ে বলিউডে অভিনয় করেছেন তিনি। ‘পরোয়ানা’ (Parwana), ‘সাজা’ (Sazaa), ‘ঝিল কে উস পার’ (Jheel Ke Us Paar), ‘বানার্সি বাবু’ (Banarsi Babu), ‘এক মুঠ্ঠি আসমান’ (Ek Mutthi Aasman), ‘গদ্দর’ (Gaddar), ‘অপরাধী’ (Apradhi), ‘চৌকিদার’ (Chowkidar), ‘নাগিন’ (Naagin), ‘রাইজ’ (Raees), ‘জানি দুশমন’ (Jaani Dushman), ‘রাজ তিলক’ (Raaj Tilak), ‘আখরি বদলা’ (Aakhri Badla)-এর মতো একাধিক সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

Mithun Chakraborty :

Mithun Chakraborty

অভিনয়ের পাশাপাশি রূপের জন্য তাঁর জনপ্রিয়তা রয়েছে। অভিনয় জগতের অংশ থাকাকালীন তার রূপের চর্চা হামেশাই হতো। তাঁর রূপে মুগ্ধ হননি, এমন কম মানুষই আছেন। বর্তমানে তাঁর বয়স ৭০ বছর। তাঁর রূপের জেল্লা যদিও এখনও কমেনি। এই রূপবতী অভিনেত্রী আজও যদি অভিনয় জগতে ফিরতে চান, সবাই তাঁকে হয়তো সাদরে গ্রহণ করবে। তাঁর পুরোনো কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর অপ্সরারূপী রূপ দেখে পাগল হয়ে গেছেন নেটিজেনদের একাংশ।

Related Articles