খালি গলায় দুর্দান্ত গান গেয়ে তাক লাগালেন মিঠাইয়ের ছেলে ‘শাক্য’, ভাইরাল ভিডিও
ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty) বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় এক মুখ।

ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty) বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় এক মুখ। এই খুদে শিশুশিল্পী পর্দায় প্রবেশের পূর্বে থেকেই নেটদুনিয়াতেও নিজের প্রতিভার মাধ্যমে বেশ জনপ্রিয়। জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ চরিত্র মিঠাই ও সিদ্ধার্থের একমাত্র ছেলে শাক্য মোদক। এই খুদের ভূমিকায় রয়েছেন ধৃতিষ্মান।
ধারাবাহিকের মূল চরিত্র মিঠাই যে এক ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যায় তা কারোরই অজানা নয়। এরপরেই চিত্রনাট্য এক লাফে বেশ কয়েক বছর এগিয়ে যায়। শাক্যর চরিত্রে আগমন ঘটে ধৃতিষ্মানের, তাঁকে কেন্দ্র করেই ধারাবাহিকের গল্প এগিয়ে চলেছিল। তবে এই ধারাবাহিকের মাধ্যমে খুদে ধৃতিষ্মান অভিনয় জগতে প্রবেশ করলেও আরো অনেক কম বয়স থেকেই তিনি বেশ জনপ্রিয়।
মাত্র ১১ মাস বয়স থেকেই গান গাইতে পারে ধৃতিষ্মান। ৫ বছর বয়সে পাঁচটি ভাষায় দক্ষভাবে গান পরিবেশন করে সকলের নজর কেড়েছিলেন ধৃতিষ্মান। ভারতবর্ষের সরকারের তরফে তাঁকে ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’ (Rashtriya Bal Puraskar) দিয়ে স্বীকৃতি জানানো হয়। তাঁকে ‘ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ফেসবুক ও ইউটিউবে তিনি বহু আগে থেকেই সুপরিচিত।
এবারে আবারও খুদে ধৃতিষ্মানের গাওয়া এক গানের ভিডিও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। সম্প্রতি তিনি ‘মহাশিবরাত্রি’ ঊপলক্ষ্যে ‘কেদারনাথ’ সিনেমার জনপ্রিয় হিন্দি গান ‘নমো নমো’ (Namo Namo) )-এর কিছু লাইন এক ভিডিওতে পরিবেশন করেছেন। বিশেষ এই দিনে ধৃতিষ্মানের মিষ্টি গলার গান নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ইতিমধ্যেই প্রচুরসংখ্যক মানুষ এই ভিডিওটি দেখেছেন ও লাইক করেছেন এবং খুদে শিশুশিল্পীর গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।