×

‘মিঠাই’ ধারাবাহিক ছেড়ে দিলেন সৌমিতৃষা! অভিনেত্রীর পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকের কেন্দ্র চরিত্র অর্থাৎ মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকের কেন্দ্র চরিত্র অর্থাৎ মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। শুরু থেকে এই অভিনেত্রী মন জয় করেছে আপামর জনতার। লক্ষ লক্ষ দর্শকের মনের মনিকোঠার জায়গা করে নিয়েছে সৌমিতৃষা। বাংলার মানুষের কাছে সৌমিতৃষা এখন ‘মিঠাই রানী’ নামে পরিচিত। সোশ্যাল মিডিয়াতে খুবই একটিভ এই অভিনেত্রী। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট নজর কাড়ে। গতকাল অর্থাৎ বুধবার রাতে সৌমিতৃষা তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন যা দেখে কথা হারিয়েছে তাঁর ভক্তমহল।

বুধবার রাতে সৌমিতৃষা তিনটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রথম ছবিটিতে রয়েছে একটি হ্যান্ড নোট। এই হ্যান্ড নোটে লেখা ছিল, ‘আমি তোমায় খুব মিস করব আমার ঘর। আবার দেখা হচ্ছে ২৬ শে ফেব্রুয়ারি।’ দ্বিতীয় ছবিটিতে মেকআপ তুলতে দেখা যায় সৌমিতৃষাকে এবং শেষ ছবিতে দেখা যায় সৌমিতৃষা মিঠাই সেজে একগুচ্ছ হলুদ গোলাপ দিয়ে মুখ ঢেকেছেন। ঊর আপলোড করা ছবির কমেন্ট সেকশন ভরে উঠেছে ভক্তদের বিভিন্ন মন্তব্যে। এক ভক্ত উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘তুমি কোথায় যাচ্ছে? সব ঠিক আছে তো?’ অন্য আরেকজন লিখেছেন, ‘হ্যাঁ, তোমারও একটা ব্রেকের প্রয়োজন। উপভোগ করো।’ এছাড়া দর্শকদের আরো অনেক প্রশ্ন জমা হয়েছে কমেন্ট সেকশনে।

উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ ২৪ শে ফেব্রুয়ারি সৌমিতৃষার জন্মদিন। এই জন্মদিনের উপলক্ষে সৌমিতৃষা কোথাও ঘুরতে যাচ্ছেন। সৌমিতৃষার ইন্সটাগ্রাম স্টোরিতে তার ঝলক দেখা গেছে। স্টোরিতে দেখা যায় বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়ার পথের ভিস্যুয়াল এবং পরের ছবিটা প্লেনের ভিতরে।

আপাতত মিঠাই ধারাবাহিকটি জমে উঠেছে একের পর এক টুইস্টে। এতদিন দর্শকরা ভেবেছিলেন মিঠি-ই হয়তো মিঠাই। কিন্তু গত কয়েকদিনের এপিসোডে মিঠাই কে দেখানো হয়। সেবার আগুনে পুড়ে মারা যায়নি মিঠাই। কোনোভাবে বেঁচে গিয়েছিল সে। তবে মিঠাই সব পুরনো স্মৃতি ভুলে গিয়েছে। সিড ও মিঠাইয়ের মেয়ে মিষ্টি রয়েছে সেখানে। অর্থাৎ শাক্যর ছোট বোন মিষ্টি। এখন দেখার বিষয় গল্পের মোর কোন দিকে ঘোরে।

Related Articles