অনুষ্ঠানে মঞ্চে প্রথমবার এমন পোশাক পরে তাক লাগালেন ‘মিঠাই’ সৌমিতৃষা
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ‘সৌমিতৃষা কুন্ডু’ (Soumitrisha Kundu)।

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ‘সৌমিতৃষা কুন্ডু’ (Soumitrisha Kundu)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ ধারাবাহিকে কেন্দ্র চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা। অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে সৌমিতৃষা গোটা বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক একটিভ এই অভিনেত্রী। জীবনের ছোটখাটো মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। তাঁর অভিনয় দক্ষতা থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট; সবকিছুই নজরকারে অনুরাগীদের।
সম্প্রতি অনুষ্ঠিত হলো জি বাংলার সবথেকে বড় অ্যাওয়ার্ড শো ‘জি বাংলা সোনার সংসার’। জি পরিবারের সদস্য হওয়ায় এই অ্যাওয়ার্ড শোতে এদিন উপস্থিত হয়েছিলেন সৌমিতৃষা কুন্ডু। তবে মিঠাই নয়, এদিন অ্যাওয়ার্ড শো এর অনুষ্ঠানে একেবারে সৌমিতৃষা হিসেবেই নিজেকে ধরা দিয়েছেন তিনি। এদিন সৌমিতৃষা এওয়ার্ড শোতে দুধ-সাদা রঙের শিফনের শাড়ি পড়ে উপস্থিত হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষার সেই লুক প্রকাশিত হতেই তা ভাইরাল হয়ে যায়।
এদিন বহু লোকের মাঝেও অনুরাগীদের নজর পড়েছিল সৌমিতৃষার উপর। পছন্দের অভিনেত্রীকে একেবারে অন্যরকম ভাবে দেখে মুগ্ধ হয়েছে সৌমিতৃষার অনুরাগীরা। পোশাকের সাথে মানানসই মেকআপ করেছিলেন সেদিন এই অভিনেত্রী। তাঁর ঠোঁটে ছিলো নিউড লিপস্টিক এবং পায়ে হিল জুতো পরেছিলেন অভিনেত্রী। রেড কার্পেটে নানান পোজে ছবি তুলেছেন তিনি।
View this post on Instagram
মিঠাই ধারাবাহিক কতটা জনপ্রিয় আলাদা করে সেটা আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। দর্শকদের ভালবাসার জোরে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড থেকে একগুচ্ছ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মোদক পরিবার। এদিন সোনার সংসার অ্যাওয়ার্ডে গোটা মোদক পরিবার উপস্থিত ছিলেন। সব মিলিয়ে মোট পাঁচটি অ্যাওয়ার্ড জিতেছে এই ধারাবাহিক। এর পাশাপাশি জি বাংলার অন্যান্য ধারাবাহিক গুলোও বেশ কিছু অ্যাওয়ার্ড জিতেছে। তবে জি পরিবারের সেরা নায়ক-নায়িকার হিসেবে নির্বাচিত হয়েছে সিদ্ধার্থ ও মিঠাই।