×

বিয়ে নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন সকলের প্রিয় ‘মিঠাই’ সৌমিতৃষা, ভাইরাল ভিডিও

জীবনের আরো একটি বসন্ত সফলতার সাথে পার করলেন টলিপাড়ার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।

জীবনের আরো একটি বসন্ত সফলতার সাথে পার করলেন টলিপাড়ার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। আজ অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি সৌমিতৃষার জন্মদিন। কিন্তু এবছর বার্থ ডে-র দিন শহরে নেই মিঠাই রানী। যদিও তিনি তাঁর এ বছরের জন্মদিনে শহরে থাকবেন না সে কথা আগেই জানিয়েছিলেন ভক্তদের। কিন্তু কোথায় যাবে সে বিষয়ে কিছু জানাননি। জন্মদিনে থাকবে না বলে শুটিং সেটে মাসভর ধরে আগাম জন্মদিন সেলিব্রেট করেছিলেন সৌমিতৃষা। কিন্তু আজকের দিনে কোথায় সৌমিতৃষা? এই নিয়ে ভক্তদের কৌতূহল লক্ষ্য করা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সৌমিতৃষার একটি নিজস্ব ইউটিউব (YouTube) চ্যানেল আছে। সেখানে সৌমিতৃষা তাঁর বেস্ট ফ্রেন্ড সায়কের সঙ্গে আগাম বার্থ ডে সেলিব্রেট করার ভিডিয়ো আপলোড করেছেন। সেই ভিডিওতেই আজকের প্ল্যানিং নিয়ে কথা বলতে শোনা গিয়েছে অভিনেত্রীকে। ভিডিওর শুরুতেই মজার ছলে সৌমিতৃষা বলে ওঠেন, ‘প্ল্যান তো বলব না… তবে হতেই পারে আমি বিয়ে করে এলাম। হতেই পারে আমি মনের ডাক্তারকে পেয়ে গেলাম, আর বিয়ে করে নিলাম। এইটুকু বয়সেই বিয়ে করে নিলাম।’ সৌমিতৃষার মুখে এমন কথা শুনে রীতিমতো হাঁ হয়ে তাকিয়ে ছিলেন বন্ধু সায়ক।

এরপর সৌমিতৃষা আরো বলেন, ‘আসলে ওর স্বপ্ন আমার বিয়ে খাওয়া। আমি নিশ্চিত আমি সোশ্যাল ম্যারেজ করলে আমাকে মন্ত্র পড়তে দেবে না। (সায়ক) এসে বলবে এই শোন না, ফিস ফ্রাইটা না ভালো হয়নি, আমাকে বলতিস আমি অ্যারেঞ্জ করে দিতাম’। এরপর সায়ক সৌমিতৃষাকে জিজ্ঞেস করেন, বিয়ে মানেটা কী? বিয়ের দেখাশোনা চলছে তোর? সায়কের প্রশ্নে সৌমিতৃষা হাসতে হাসতে উত্তর দেন, ‘হতেই পারে আমি বিয়ে করে এলাম। এইটুকু বলব খুব প্রিয়, খুব কাছের কারুর কাছে যাচ্ছি। যাকে আমি খুব ভালোবাসি।’

এই কথা শোনার পর সায়ক আবার সৌমিতৃষাকে জিজ্ঞেস করে, তুই প্রেমে পড়েছিস? সায়কের প্রশ্নের উত্তরের সৌমিতৃষা খুব সহজ ভাবে বলেন, ‘সে তো অনেকদিন আগেই পড়েছি। ব্যাপারটা লং ডিসট্যান্স। সে অনেক জায়গায় থাকে। কলকাতাতেও ঘর আছে। তবে বেশি ওখানে থাকে। তার ছবি সব জায়গায়া রয়েছে। সে সব কিছুর ডাক্তার… মনের ডাক্তার’।

সৌমিতৃষার এই মনের ডাক্তার কে আন্দাজ করতে পারছেন কি? বলে রাখি সৌমিতৃষার এই মনের ডাক্তার হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শুধু পর্দায় নয়, বাস্তবেও কৃষ্ণ-ভক্ত সৌমিতৃষা। তাই এবারে নিজের জন্মদিনটা ব্রজভূমিতে কাটাচ্ছেন অভিনেত্রী। জন্মদিনের সকালে একেবারে অন্যভাবে ধরা দেন সৌমিতৃষা। সেই ছবি তিনি সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম (instagram) হ্যান্ডেলে আপলোড করেছেন। হলুদ সালোয়ার কামিজে সেজেছেন অভিনেত্রী। এছাড়া ছবিতে কপালে তিলক, মাথায় ওড়না বাঁধা এবং হাতে বাঁশি নিয়ে দেখা যায় সৌমিতৃষাকে। তাঁর ছবি দেখে ভক্তরা মন্তব্য করে লিখেছেন, যমুনা-বক্ষে যেন সাক্ষাৎ ‘রাধারানি’। ব্রজভূমিতে জন্মদিন উপলক্ষে তিন দিন কাটিয়ে রবিবার ফের শুটিংয়ে যোগ দেবেন সৌমিতৃষা কুণ্ডু।

Related Articles