×

নিজের ছেলেকে চিনতে পারল না ‘মিঠাই’, ভাগ্যের অদ্ভুত পরিহাস দেখে চোখে জল দর্শকদের

জি বাংলা অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)।

জি বাংলা অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। একসময় টানা ৫২ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থানে থেকে বেঙ্গল টপারের শিরোপা জিতে নিয়েছিল এই ধারাবাহিকটি। কিন্তু বর্তমানে টিআরপি তলানিতে ঠেকলেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা একটুও কমেনি। বরং একের পর এক টুইস্টে জমে উঠেছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের কাহিনী আগের মত না থাকলেও দর্শকরা এখনো আঁকড়ে ধরে রেখেছে মিঠাই ও সিডকে।

শুরু থেকে মিঠাই ও সিডের রসায়নে জমে উঠেছিল ‘মিঠাই’ ধারাবাহিকটি। কিন্তু যখন মিঠাইয়ের মৃত্যু দেখিয়ে মিঠিকে আনা হয় সেই সময় থেকে একটু একটু করে টিআরপি কমতে শুরু করে এই ধারাবাহিকের। মিঠাই কোথায়? মিঠাই কি আর ফিরবে না? এরকম হাজার একটা প্রশ্ন ঘুরপাক খায় দর্শকদের মনে। মিঠি আসার পর সবাই মনে করেছিল হয়তো মিঠাই স্মৃতিশক্তি হারিয়ে মিঠি হয়ে ফিরে এসেছে। কিন্তু দর্শকদের ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে এই ধারাবাহিকের কর্মকর্তারা।

সম্প্রতি ফিরে এসেছে মিঠাই। কিন্তু তাঁর স্মৃতিশক্তি নেই। সিদ্ধার্থ, শাক্য, সবাই এমনকি মোদক পরিবারের সবাইকে ভুলে গিয়েছে সে। মিঠাইয়ের প্রতি দর্শকদের ভালোবাসা দেখে মিঠাই ধারাবাহিকের কর্মকর্তারা বাধ্য হয়েছে মিঠাইকে ফিরিয়ে আনতে। কিন্তু এখন দর্শকদের অন্য আগ্রহ। কবে স্মৃতি ফিরে পাবে মিঠাই? নিজের ছেলে শাক্য কে কবে মনে পড়বে তাঁর? কবেই বা দেখানো হবে মা-ছেলের মেলবন্ধন? দর্শকরা এমন কিছু দেখারই অপেক্ষা করছে বেশ কিছুদিন ধরে। তবে সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজ থেকে মিঠাই ধারাবাহিকের একটি প্রকাশ্যে এসেছে, যাতে বোঝা গিয়েছে হয়তো খুব শীঘ্রই দর্শকদের এই আগ্রহেরও অবসান ঘটবে।

প্রমোতে দেখা যায় মিঠাই যখন মিষ্টিকে খুঁজতে যায় তখন সিডের ঘরে সেই শাক্য কে দেখতে পায়। শাক্যর প্রতি এক অদ্ভুত টান অনুভব করে মিঠাই। ওই টান ছিল মাতৃস্নেহের। মিঠাই শাক্য কে বুকে জড়িয়ে ধরে বলে ওঠে ‘গোপাল সোনা’। মা ও ছেলের এত বছর পর কাছাকাছি আসা দেখে আবেগপ্রবণ হয়ে উঠেছে দর্শকমহল। প্রমো ভিডিওর কমেন্ট সেকশনে দর্শকরা মন্তব্য করে লিখেছেন, শাক্য ও মিঠাইয়ের এই দৃশ্য দেখার জন্য উদগ্রীব হয়েছিলাম। এর পাশাপাশি অনেক নেটিজেনয সৌমিতৃষার অভিনয়ের প্রশংসা করেছেন।

Related Articles