×

শেষমেষ অনুরাগের ছোঁয়ার দীপাকে কপি করল মিঠাই! পাহাড়ি পোশাকে দীপা সাজতেই ট্রোল করল মিঠাই ভক্তরা

মিঠাই-এর কোনো অধিকার নেই বাংলা টপার ধারাবাহিককে কপি করার"। মন্তব্য শেষে তাঁর আরও সংযোজন, "কেউ জ্ঞান দিতে আসবেন না প্লিজ"।

ওয়েব সিরিজের বাড়তে থাকা চাহিদার মাঝেও টেলিভিশনের ধারাবাহিকের চাহিদা মোটেই কমছে না। অনলাইনে সিরিজ দেখার মাঝেও টিভির স্ক্রিনে ধারাবাহিক দেখার চাহিদা এখনও বেড়ে চলেছে। এই চাহিদা স্পষ্ট বোঝা যায় টিআরপি তালিকার মাধ্যমে। এই তালিকায় ধারাবাহিকের নামের অভাব থাকে না। একটি নির্দিষ্ট সময় অন্তর কোনো না কোনো ধারাবাহিককে শীর্ষস্থানে দেখতে পাওয়া যায়।

টিআরপি তালিকায় এর আগে শীর্ষস্থানে বিরাজ করতো জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক। বর্তমানে এই ধারাবাহিক প্রথম পাঁচেতেও নেই ‘মিঠাই’। টিআরপি তালিকার শীর্ষস্থান বর্তমানে অধিকার করেছে স্টার জলসা (Star Jalsa) চ্যানেলের ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিক। এই অবস্থায় ঘটল এমন কাণ্ড, যা ‘মিঠাই’ ও ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ভক্তদের মধ্যে বিবাদের সৃষ্টি করল।

সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ক্লিপটিতে দেখা যায়, বাগানে পাহাড়ি পোশাকে সোনা ও রূপা খেলছে এবং ওদের সামনে হঠাৎই দীপা পাহাড়ি পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্যকে কেন্দ্র করেই সরব হয়েছেন ‘মিঠাই’ ভক্তরা। তাঁরা অভিযোগ করেছেন যে, ‘মিঠাই’-এর নকল করেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক।

এক নেটিজেন কটাক্ষ করে মন্তব্য করেই ফেললেন, “কপিবাজ মিঠাই! বাংলার এক নম্বর সিরিয়াল কেউ কপি করতে ছাড়ল না। মিঠাই-এর কোনো অধিকার নেই বাংলা টপার ধারাবাহিককে কপি করার”। মন্তব্য শেষে তাঁর আরও সংযোজন, “কেউ জ্ঞান দিতে আসবেন না প্লিজ”। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই বেঁধে যায় কাণ্ড। এর মন্তব্যের উত্তরে কেউ বলেন, “অবশ্যই মিঠাই কপি করেছে। কারণ, ‘কার্তিকাদীপম’ ধারাবাহিকের বাংলা ভার্সন হচ্ছে অনুরাগের ছোঁয়া। অতঃপর, মিঠাইয়ের আগে সেখানে দেখানো হয়েছে”। উল্লেখ্য, দুই ধারাবাহিকের নায়িকার সাজকে কেন্দ্র করে দুই পক্ষের ভক্তদের লড়াই এখনও অব্যাহত।

Related Articles