Manoj Tiwari Daughter : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও হার মানাবে মনোজ তিওয়ারির মেয়ে, দেখুন ছবি
মনোজ কুমার তিওয়ারি (Manoj Kumar Tiwari) ভারতে এক জনপ্রিয় মুখ। তিনি ভোজপুরী গায়ক ছাড়াও একজন রাজনৈতিক নেতা ও অভিনেতা হিসাবে পরিচিত।

Manoj Tiwari Daughter : মনোজ কুমার তিওয়ারি (Manoj Kumar Tiwari) ভারতে এক জনপ্রিয় মুখ। তিনি ভোজপুরী গায়ক ছাড়াও একজন রাজনৈতিক নেতা ও অভিনেতা হিসাবে পরিচিত। তিনি ভোজপুরী সিনেমা জগতে একের পর এক সিনেমায় নিজের অভিনয়ের ছাপ ছেড়েছেন। ‘শাশুরা বড়া পয়সাওয়ালা’, ‘দারোগা বাবু আই লাভ ইউ’, ‘বন্ধন টুটে না’ সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। তিনি বলিউডের সিনেমাতেও গান গেয়েছেন। ‘গ্যাংস অফ ওয়াশিপুর’ (Gangs of Wasseypur) সিনেমায় তিনি ‘জিয়া হো বিহারকে লালা জিয়া তু হাজার সালা’ (Jiya Ho Bihar Ke Lala Jiya Tu Haazar Sala) গানে কণ্ঠ দেন। পরবর্তীকালে তাঁকে রাজনৈতিক ময়দানের অংশ হতে দেখা যায়।
Manoj Tiwari Daughter :
মনোজ তিওয়ারি অনেক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৯৯৯ সালে তিনি রানী তিওয়ারিকে (RnI Tiwari) বিয়ে করেন। এই বিয়েতে তাঁর কন্যা সন্তান জন্মায়, নাম রীতি (Rhiti)। ১১ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পরে মনোজ ও রানীর ২০১২ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরে তিনি সুরভীকে (Surbhi) বিয়ে করেন। এই বিয়েতে তাঁর দুই কন্যা সন্তান জন্মায়।
এখানে দেখুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও হার মানাবে কুমার শানুর হবু পুত্রবধূ! দেখুন ছবি
Manoj Tiwari Daughter :
আজকের প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে মনোজ তিওয়ারির প্রথম সন্তান রীতিকে নিয়ে। দেখতে খুবই সুন্দর হয়েছেন রীতি। তাঁর সৌন্দর্য যে কোনো উঠতি অভিনেত্রীদের টেক্কা দেওয়ার মতো। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও রীতি তাঁর মায়ের সঙ্গে থাকার পরিবর্তে তাঁর বাবা মনোজ তিওয়ারির সঙ্গেই থাকেন। তিনি নিজেকে মূলত লাইমলাইট থেকে দূরে রাখেন। তবে তাঁর লাইফস্টাইল মোটেই সাধাসিধে প্রকৃতির নয়, একদম ক্লাসি জীবনযাপন করেন তিনি।
Manoj Tiwari Daughter :
View this post on Instagram
মনোজ কন্যা তাঁর বাবার পথ অনুসরণ করে সঙ্গীত শিল্পী হয়েছেন। রীতির ইনস্টাগ্রাম আইডি তাঁর গান গাওয়ার ভিডিওতে ভরে রয়েছে। ইনস্টাগ্রাম আইডিতে তাঁর ভালোই ফলোয়ার্স রয়েছে, সংখ্যা প্রায় ৭ হাজার। বিভিন্ন রকমের ফটো ও ভিডিও পোস্ট করার মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।