×

Madhumita Sarcar: অভিনয় ছেড়ে এই কাজ শুরু করলেন মধুমিতা!

বিনোদন জগতের এক জনপ্রিয় নাম মধুমিতা সরকার (Madhumita Sarkar)। তাঁর রূপে ঘায়েল হয়েছেন বহু অনুরাগী।

বিনোদন জগতের এক জনপ্রিয় নাম মধুমিতা সরকার (Madhumita Sarkar)। তাঁর রূপে ঘায়েল হয়েছেন বহু অনুরাগী। তবে তিনি শুধুমাত্র সৌন্দর্যের জন্যই জনপ্রিয় নন, রাজ্য জুড়ে তাঁর জনপ্রিয়তা রয়েছে অভিনয়ের কারণেও। আজও তিনি বাংলার বহু ঘরে ‘ইস পেয়ার কো কেয়া নাম দু’ (Iss Pyaar Ko Kya Nam Doon) ধারাবাহিকের বাংলা সংস্করণ তথা স্টার জলসা চ্যানেলের ‘বোঝে না সে বোঝে না’ (Bojhe Na Se Bojhena) ধারাবাহিকের ‘পাখি’ (Pakhi) হিসাবে পরিচিত।

ছোট পর্দার হাত ধরে তাঁর অভিনয়ের যাত্রা শুরু হলেও, তিনি বড়ো পর্দাতেও নিজের অভিনয়ের ছাপ ছেড়েছেন। এই অভিনেত্রী সৌন্দর্য ও অভিনয় বাদে স্টাইলিং-এর জন্যেও বেশ চর্চিত। তিনি নানান রকমের পোশাক পরে নানান রকমের সাজে নিজের ইনস্টাগ্রাম আইডিতে হাজির হন। কখনও ট্র্যাডিশনাল সাজে, আবার কখনও ওয়েস্টার্ন অবতারে তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়।

তিনি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে তাঁকে বোল্ড ওয়েস্টার্ন পোশাকে বা ভারী ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায়নি। এইবারে তিনি ক্যামেরায় ধরা দিলেন একজন সাধারণ মেয়ে হিসাবে। এইবারে ঝলমলে পোশাক পরে নয়, ঘরোয়া টিশার্ট ও পায়জামা পরে ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী।

ভিডিওটিতে তাঁকে খোলা চুলে বাগান মাঝে চোখে চশমা দিয়ে ঢলঢলে পায়জামা ও ছবি আঁকা টিশার্ট পরিহিত অবস্থায় গাছের পরিচর্যা করতে দেখা গেল। নিজের বাড়ির বাগানে তিনি মূলত লঙ্কা গাছ লাগিয়েছেন। সেই গাছ থেকেই তিনটি লাল লঙ্কা তুলতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “মম সদৃশ সবজি” এবং বাক্য শেষে একটি লঙ্কার ইমোজি দিয়েছেন। ভিডিওটি দেখে বহু নেটিজেন তাঁর এই শখের প্রশংসা করেছেন এবং ভিডিওটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Related Articles