×

Madhumita Sarcar: হাসপাতালে ভর্তি মধুমিতা সরকার, অভিনেত্রীর শারিরীক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

নিজ ইনস্টাগ্রাম আইডি থেকে অভিনেত্রী মধুমিতা সরকার সম্প্রতি এক ফটো পোস্ট করেছেন। সেই ফটোতে তাঁকে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখা যায়।

Madhumita Sarcar : টলিপাড়ায় ঘনালো উৎকন্ঠার কালো মেঘ। পাওয়া গেল অভিনেত্রী মধুমিতা সরকারের   হাসপাতালে ভর্তি হওয়ার খবর। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ফটো। ফটোতে তাঁকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেছে। প্রিয় অভিনেত্রীকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে চিন্তিত হয়ে গেছেন অনুরাগীরা। ঠিক কী হয়েছিল তাঁর? কী জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি? মধুমিতা ( Madhumita Sarcar) অবশ্য নিজেই সেই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ায় তাঁর অসুস্থতার খবর জানতে পারা গেছে।

Madhumita Sarcar

নিজ ইনস্টাগ্রাম আইডি থেকে অভিনেত্রী মধুমিতা সরকার সম্প্রতি এক ফটো পোস্ট করেছেন। সেই ফটোতে তাঁকে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখা যায়। তাঁর চোখেমুখে দেখা যায়নি মেকআপের স্পর্শ। ঠোঁটে যদিও হালকা গোলাপি রঙের লিপস্টিক দেখতে পাওয়া যায়।

এখানে পড়ুন : নির্লজ্জের সমস্ত সীমা ছাড়ালেন বাঙালি অভিনেত্রী মধুমিতা সরকার, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

Madhumita Sarcar :

Madhumita Sarcar

তাঁর চোখে দেখা যায় বড়ো মতো একটি চশমা। বালিশের পাশে বই থাকতে দেখা যায়। হাতে ড্রিপ নিয়েই তাঁকে হাসিমুখে দেখতে পাওয়া যায়। ছবির ক্যাপশনে লেখা থাকে “মারাত্মক কিছু একটা হয়েছিল। ধীরে ধীরে সেরে উঠছি। আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই”।

Madhumita Sarcar :

এদিকে এরপরে সাংবাদিকরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে মধুমিতা বলেন, “কিছুদিন ধরে আমার পেটে যন্ত্রণা হচ্ছিল। শুটিং চলাকালীন একাধিকবার হয়েছে। ডাক্তার দেখালে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। রক্তে সংক্রমণ ঘটে গেছিল। তবে অপারেশন ভালোভাবে হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদে বর্তমানে ভালো আছি”। জানা গেছে, তাঁর অপারেশন গত রবিবারে হয়েছে। এখনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাননি, আগামী কিছুদিন তাই হাসপাতালেই থাকবেন। এই কারণে শুটিং বন্ধ থাকছে। উল্লেখ্য, তিনি মূলত ‘চিনি ২’-এর শুটিং করছিলেন।

Related Articles