প্রকাশ্য মঞ্চে বেসুরো গান গেয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী কোয়েল মল্লিক, তুমুল ভাইরাল ভিডিও
টলিউডের অন্যতম জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick)।

‘যদি কেউ ভালো নায়িকা হয়, তাহলে যে তাঁকে ভালো গায়িকা হতে হবে তা কিন্তু একদমই নয়’। আর এর আগেও বহু নায়িকা গায়িকা হতে গিয়ে পরেছেন বিপাকে। সময় সুযোগ পেলেই বর্তমানের অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন অভিনেত্রীরা বিভিন্ন ধরনের মাচা শো করে থাকেন। তাতে তাঁদের সময় কাটার পাশাপাশি ভালো একটা মোটা অংকের রোজগারও হয়। এছাড়াও নিজের ফ্যানদের খুব কাছাকাছি পৌঁছানো যায় এর মাধ্যমে। কিন্তু সুনাম অর্জন করতে গিয়ে যেন দুর্নাম অর্জন করে ফেলেন বিভিন্ন তারকারা নিজেদের অজান্তেই।
এই মাচা শো গুলিতে বিভিন্ন সিনেমা বা ধারাবাহিক সংলাপ তাঁদের মুখে লাইভ শুনে বেশ ভালো লাগলেও তাঁদের গাওয়া ভুলভাল গান মেনে নেওয়া প্রায় অসম্ভব। আর এবার সেই তালিকায় নাম জুড়লো টলিউডের অন্যতম জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick)। সম্প্রতি সেরকমই একটি মাচা শোয়ের ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। যেখানে ভিডিওটি শুরুতে সমস্ত দর্শকদের সাথে আলাপচারিতা সারতে দেখা যাচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিককে। আর এরপরই অভিনেত্রীর গলায় গান শুনে চিটপটাং সকলে।
ভিডিওটিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে তারই অভিনীত জনপ্রিয় সিনেমা, ‘পাগলু’ (Paglu)-র টাইটেল ট্র্যাকটি গাইতে। আর অভিনেত্রীর গলায় এই গানটি শুনে রীতিমতো পাবলিকের কোমায় যাওয়ার জোগাড় হয়েছে। সেই যে বললাম কেউ ভালো নায়িকা হলে তাঁকে যে গায়িকা হতে হবে তা কিন্তু নয়। যার কারণে অভিনেত্রী ‘পাগলু’ গানটি একেবারে বেসুরো এবং জঘন্যভাবে গাইলেন সেই মঞ্চে। আর এতেই বেজায় চটে গেলেন তাঁর ভক্তরা।
অভিনেত্রীর গলায় এই গানটি শুনে কেউ কেউ বলেছেন, “গান শুনে কোমায় যাওয়া আমি।” আবার কেউ কেউ বলেছেন, “ভালো নায়িকা হলেই যে ভালো গায়িকা হতে পারবে তা কিন্তু একদমই নয়, কোয়েল দির থেকে আমি ভালো গাই।” তবে এর পাশাপাশি বহু মানুষকে অভিনেত্রীর প্রশংসা করতেও দেখা গিয়েছে। এদিন অভিনেত্রী কোয়েল মল্লিক সেই মঞ্চে উপস্থিত হয়েছিলেন একটি লাল বর্ণের পোশাকে। তার পাশাপাশি ছিল খোলা চুল এবং মুখে ন্যুড মেকআপ। তাতে একেবারে লাস্যময়ী লাগছিল অভিনেত্রীকে। সম্প্রতি ‘আশীর্বাদ স্টুডিও অফিসিয়াল’ (Ashirbad Studio Official) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় এই ভিডিওটি। যা বর্তমানে কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে গিয়েছে।