আবার অন্তঃসত্ত্বা অভিনেত্রী আলিয়া ভাট!
বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া ভাট (Alia Bhatt)।

বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া ভাট (Alia Bhatt)। বছরখানেক আগে কাপুর পরিবারের সাথে নাম জুড়েছেন তিনি। গত বছর ১৪ই এপ্রিল রণবীর কাপুরের (Ranbir Kapoor) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া। বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই শোনা যায় মা হতে চলেছেন আলিয়া।
এরপর অন্তঃসত্তা আলিয়াকে নিয়ে বলি পড়ায় চলে নানা রকমের গুঞ্জন। রটে যায় বিয়ের আগেই নাকি অন্তঃসত্তা হয়েছেন আলিয়া। এই কথা রটার পরে আলিয়ার দিদি সংবাদমাধ্যমকে জানান আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যে রটনা রটেছে তা সত্যি এবং এই সিদ্ধান্ত সম্পূর্ণ আলিয়ার। কাপুর এবং ভাট পরিবার আলিয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এরপর ২০২২ এর ৬ ই নভেম্বর আলিয়া এবং রণবীরের কোল আলো করে জন্ম নেয় তাদের ছোট্ট কন্যা রাহা (Raha)।
অন্তঃসত্ত্ব থাকাকালীন অবস্থাতেও আলিয়া কাজ করেছেন। ‘ব্রহ্মাস্ত্র’এর শুটিং এবং প্রচার শেষ করেছেন তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেই। তবে সন্তান জন্ম দেওয়ার পর তেমন ভাবে আর কোনো কাজ করতে দেখা যাচ্ছে না আলিয়াকে। কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ড ‘প্রেগন্যান্সি এন্ড বিয়ন্ড’ (Pregnancy and Beyond) থেকে বের হওয়া নতুন পোশাকের জন্য ফটোশ্যুট করান আলিয়া। নিজস্ব ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট থেকে সেই ছবি শেয়ার করেন আলিয়া নিজেই। এরপরই জল্পনা শুরু হয় আবারও নাকি মা হতে চলেছেন আলিয়া।
কাপুর পরিবারে নতুন প্রজন্ম আলিয়া ও রণবীরের কন্যা রাহাকে জন্মের পর থেকে বেশ সুরক্ষায় রেখেছেন কাপুর পরিবার। এখনো পর্যন্ত রাহার মুখের ছবি প্রকাশ করেননি তাঁরা। শোনা গিয়েছে কাপুর পরিবারের পক্ষ থেকে সমস্ত সংবাদমাধ্যম ও পরিবারের সদস্যদের অনুরোধ করা হয়েছে রাহার দু’বছর বয়স না হওয়া পর্যন্ত মুখের ছবি যেন তাঁরা না তোলেন। অন্যান্য মেয়েদের মতই সন্তান জন্ম দেওয়ার পর আলিয়ারও শারীরিক কিছু পরিবর্তন ঘটেছে। এখন নিজের স্বাস্থ্যকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী। তবে এর কারণ দ্বিতীয় সন্তান নয়। এই বিষয় নিয়ে নানান জল্পনা থাকলেও এখনো পর্যন্ত রণবীর বা আলিয়া কেউই মুখ খোলেনি এই ব্যাপারে।