×

রূপে লক্ষ্মী গুনে সরস্বতী, সৌন্দর্যের নিরিখে টলিউড নায়িকাদেরও হার মানাবে তাপস পালের মেয়ে, দেখুন ছবি

তাপস পাল টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এক অভিনেতা।

তাপস পাল (Tapas Paul) টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এক অভিনেতা। মাত্র ৬১ বছর বয়সে গত ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি জনপ্রিয় অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রায় ৪০ বছরের কর্মজীবনে তিনি একের পর এক উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেছেন। তাপস পাল ১৯৮০ সালে ‘দাদার কীর্তি’ (Dadar Kirti) সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন, প্রথম কাজেই তিনি দর্শকমহল ও ইন্ড্রাস্টিতে নিজের জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Paul (@_sohinipaul)

তাপস পালের অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমা হল- ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Choyan), ‘অমর বন্ধন’ (Amar Bandhan), ‘গুরু দক্ষিণা’ (Guru Dakshina), ‘সাহেব’ (Saheb), ‘সুরের সাথী’ (Surer Sathi), ‘সুরের আকাশে’ (Surer Akashe), ‘চোখের আলোয়’ (Chokher Aloy), ‘মায়াবিনী’ (Mayabini), ‘তবু মনে রেখো’ (Tobu Mone Rekho), ‘তুমি যে আমার’ (Tumi Je Aamar), ‘মন্দ মেয়ের উপাখ্যান’ (Mondo Meyer Upakhyan), ‘খলনায়ক’ (Khalnayak), ‘আটটা আটের বনগাঁ লোকাল’ (8:08 Er Bongaon Local), ‘দুর্গেশ নন্দিনী’ (Durgesh Nandini) প্রভৃতি।

অভিনেতার মতো তাঁর মেয়েও অনেক কম বয়সে এক‌ই পেশা বেছে নিয়েছিলেন। তাপস পালের মেয়ে সোহিনী পাল (Sohini Paul) মাত্র ১২ বছর বয়সেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। ২০০৪ সালে পরিচালক অঞ্জন দত্তের সিনেমা ‘বাও ব্যারাক্স ফর‌এভার’ (Bow Barracks Forever)-এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। সোহিনী পাল ‘জ্যাকপট’, ‘তমশি’, ‘অটোগ্রাফ’ প্রভৃতি সিনেমাতেও কাজ করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Paul (@_sohinipaul)

এরপর সোহিনী টলিউডের গণ্ডি ছাড়িয়ে মুম্ব‌ই গিয়ে কাজ করতে শুরু করেছিলেন। ২০১৫-২০১৭ সালে তিনি হিন্দি ধারাবাহিক ‘চিড়িয়া ঘর’, ২০১৮ সালে ‘আপ কে আ জানে সে’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বড়ো পর্দায় তাঁকে ‘হাম তুম দুশমন দুশমন’ সিনেমাতেও দেখা গিয়েছে। মেয়ে সোহিনীর সঙ্গে বাবা তাপস পাল‌ও এই সময়ে মুম্ব‌ই শহরে থাকতে শুরু করেছিলেন এবং সেখানে মেয়ের যত্ন নিতেন।

Related Articles