×

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে টলিউড নায়িকাদের হার মানাবে জিতের স্ত্রী মোহনা, রইল তাঁর ছবি

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা জিৎ নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখের সংসার করছেন।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা জিৎ নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখের সংসার করছেন। জিৎ-এর ভালো নাম হল জিতেন্দ্র মাদনানী (Jitendra Madnani)। আপনি কি জিতের স্ত্রীর নাম জানেন? জিৎ-এর স্ত্রীর নাম হল মোহনা রাতলানি (Mohana Ratlani)। তিনি কিন্তু সৌন্দর্যের দিক থেকে টলিউড অভিনেত্রীদের থেকে কিছু কম নন। তবে তিনি অভিনয় জগতের অংশ নন। চলুন এই প্রতিবেদনে জিতের স্ত্রী মোহনা রাতলানির সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।

জিৎ জন্মসূত্রে বাঙালি নন, কিন্তু তিনি কলকাতাতেই বড়ো হয়েছেন। তাঁর শৈশব কেটেছে দক্ষিণ কলকাতাতেই। তিনি কর্মজীবনের শুরুতেই অভিনয় শুরু করেননি। তাঁর কর্মজীবনের শুরু ১৯৯৩ সালে মডেলিং-এর মধ্যে দিয়ে। তিনি অভিনয় জগতে পা দেন ১৯৯৪ সালে ‘বিষবৃক্ষ’ নামক ধারাবাহিকের হাত ধরে। এরপরে তিনি ২০০১ সালে বড়ো পর্দায় ডেবিউ করেন ‘চান্দু’ নামক তেলেগু সিনেমায়। সবশেষে ‘সাথী’ সিনেমার দৌলতে ২০০২ সালে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অংশ হন।

এ তো গেল জিতের কর্মজীবনের কথা। তাঁর ব্যক্তিগত জীবনে উঁকি মারা যাক। তিনি ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহনা রাতলানির (Mohana Ratlani) সঙ্গে। বর্তমানে তাঁদের দুজনের এক কন্যা সন্তান রয়েছে। উল্লেখ্য, জিতের স্ত্রী মোহনা অভিনয় জগৎ থেকে আসেননি। একদমই সাধারণ একজন শিক্ষিকা মাত্র। জানা গেছে, তিনি লখনৌয়ের এক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

রূপে মোহনার জুড়ি মেলাভার। টেক্কা দিতে পারেন টলি সুন্দরীদেরও। জিৎ ও মোহনার জুটি আজও অটুট। যেখানে বহু টলি ও টেলি জুটিদের বিচ্ছদের খবর শোনা যায়, সেখানে কন্যা সন্তানকে নিয়ে দুইজনে বেশ সুখের সংসার করছেন। এই জুটিকে অনেকেই ‘পারফেক্ট কাপল’-ও বলে থাকেন।

Related Articles