×

রুক্মিণী মৈত্র নয়, এক সন্তানের জননী এই অভিনেত্রীই ছিলেন দেবের প্রথম হিরোইন

এই মুহূর্তে টলিউডের নাম্বার ওয়ান হিরোদের মধ্যে রয়েছে টলিউড সুপার স্টার দেব (Dev Adhikari)।

এই মুহূর্তে টলিউডের নাম্বার ওয়ান হিরোদের মধ্যে রয়েছে টলিউড সুপার স্টার দেব (Dev Adhikari)। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তে প্রতিটি মানুষকে বাংলা সিনেমার পাশে থাকা কথা বলছেন তিনি। একঘেয়ে কমার্শিয়াল মুভি থেকে বেরিয়ে নিত্য নতুন সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। টনিক, গোলন্দাজ, প্রজাপতি এগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে গোটা টলিউড ইন্ডাস্ট্রি বলতেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee) কে বোঝায়। কিন্তু পরবর্তী প্রজন্মের অভিনেতাদের মধ্যে দেব অনেক এগিয়ে।

বাংলা সিনেমা যে ঘুরে দাঁড়াতে পারে সেটাই প্রমাণ করেছে দেব। দেব একের পর এক হিট ছবি দিয়ে বাংলার মানুষদের নতুন করে বাংলা সিনেমার প্রতি ভালবাসা জাগিয়েছে। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের জীবনে প্রচুর ওঠা পড়ার মধ্যে দিয়ে এখন সাফল্যের চূড়ায় বসে আছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজ্যের শাসক দলের সাংসদ হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োগ করেছেন দেব। সবকিছু মিলিয়ে প্রচুর দায়িত্ব দেবের কাঁধে। এখনো পর্যন্ত সবকিছু ভালোভাবেই সামলাচ্ছেন তিনি।

আজকের দেব একদিনে তৈরি হয়নি। এক সময় দিন রাত কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। দীর্ঘদিনের অভিনয় জীবনে প্রচুর অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। তার প্রথম হিট ছবির নায়িকা ছিল অভিনেত্রী পায়েল সরকার। এরপর কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলী, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জী ইত্যাদি নায়িকাদের সাথে চুটিয়ে কাজ করেছেন তিনি। কিন্তু দেবের জীবনের প্রথম নায়িকা কে তা কি জানেন? অনেকে জানেন আবার অনেকেই হয়তো জানেন না। কোয়েল পায়েল মিমি শুভশ্রী এরা কেউ দেবের প্রথম নায়িকা নয়। দেবের জীবনের প্রথম নায়িকা হলেন বাংলার ‘দিদি নাম্বার ১’।

শুনে অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। দেব প্রথম বড়পর্দায় নায়িকা হিসেবে পেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachna Banerjee) কে। দেব ও রচনা ব্যানার্জি অভিনীত সিনেমাটির নাম ‘অগ্নিশপথ’। যদিও বক্স অফিসে এই সিনেমাটি খুব বেশিদিন চলেনি। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। প্রথম সিনেমা চূড়ান্ত ফ্লপ হলেও হার মানেনি দেব। এক বছর পর একেবারে নতুন ভাবে বড়পর্দায় ধরা দেন তিনি।

২০০৭ সালের বড় পর্দায় মুক্তি পায় দেব ও পায়েল সরকার অভিনীত সিনেমা ‘আই লাভ ইউ’। বক্স অফিসে চূড়ান্ত সফলতা অর্জন করে এই সিনেমাটি। এরপর আর ঘুরে তাকাতে হয়নি দেবকে। এরপর প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ, পরান যায় জ্বলিয়া রে, খোকা ৪২০ , পাগলু ইত্যাদি বহু সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ হয়েছে। এই কারণে দেব ও রচনা ব্যানার্জীর একটি পুরনো ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। ভাইরাল হওয়া ছবিটিতে রচনা ব্যানার্জিকে যে দেবকে জড়িয়ে ধরে পোস্ট দিতে দেখা যায়।

Related Articles