×

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে রাজু শ্রীবাস্তবের মেয়ে, রইল তাঁর ছবি

কমেডিয়ান রাজু শ্রীবাস্তব শুধুমাত্র কমেডিয়ান ছিলেন না, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা ও রাজনীতিবিদও ছিলেন।

কমেডিয়ান রাজু শ্রীবাস্তব শুধুমাত্র কমেডিয়ান ছিলেন না, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা ও রাজনীতিবিদও ছিলেন। তাঁর প্রকৃত নাম সত্য প্রকাশ শ্রীবাস্তব (Satya Prakash Srivastav)। কিন্তু তিনি বিনোদন জগতে রাজু শ্রীবাস্তব তথা গজধর (Gajodhar) নামে পরিচিত ছিলেন। তিনি উত্তরপ্রদেশের কানপুরে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন এবং কর্মজীবনে বদল আনার জন্য ১৯৮০ সালে মুম্বাইয়ে পাড়ি দেন।

বাজিগর (Baazigar), বোম্বে টু গোয়া (Bombay to Goa), আমদানি আঠ্ঠান্নি খরচা রূপাইয়া (Aamdani Atthanni Kharcha Rupaiya)-এর মতো সিনেমায় অভিনয় করার পরে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ (The Great Indian Laughter Challange)-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থানাধিকার করেন এবং এর শোয়েরই ‘চ্যাম্পিয়ন্স’-দের প্রতিযোগিতায় ‘দ্য কিং অফ কমেডি’ তকমা পান।

কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) আজ আর এই দুনিয়ায় নেই। ৫৮ বছর বয়সে তিনি প্রয়াত হন। দিল্লির এইমসে দীর্ঘ ৪২ দিন ভেন্টিলেশনে থাকার পরে ইহলোক ত্যাগ করেন। পিছনে ছেড়ে চলে যান এক কন্যা সন্তান ও স্ত্রীকে।

এই নিদারুণ কমেডিয়ানের কন্যা সন্তানের নাম অন্তরা শ্রীবাস্তব (Antara Srivastava)। তিনি ১২ বছর বয়সে বীর পুরস্কার পেয়েছিলেন। মূলত, নিজের মা ও বাড়িকে চোরেদের হামলা থেকে তিনি বাঁচানোর জন্য ওই পুরস্কার পেয়েছিলেন। তিনি শুধু নির্ভীকতার জন্যই নয়, সৌন্দর্যের জন্যেও লোকমহলে পরিচিত। অন্তরার ফটো প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে।

অন্তরা শ্রীবাস্তবের শিক্ষাজীবন:
অন্তরা মুম্বাইয়ের ওবেরয় ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। এরপরে মুম্বাইয়েরই এইচআর কলেজ অফ কমার্স এনস ইকোনমিক্স থেকে ‘মাস মিডিয়া ও অ্যাডভারটাইজিং’ বিষয়ে ডিগ্রি লাভ করেন।

অন্তরা শ্রীবাস্তবের কর্মজীবন:
অন্তরা একাধিক মিডিয়া হাউসে কাজ করেছেন। তিনি প্রথমে ২০১৩ সালে ‘ফ্লাইং ড্রিম এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’-এ অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার ও ডাইরেক্টররূপে কাজ করেন। এরপরে তিনি ‘মেক প্রোডাকশন’-এও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররূপে কাজ করেন।

Related Articles