রূপে লক্ষ্মী গুনে সরস্বতী, সৌন্দর্যের নিরিখে নুসরতকে টেক্কা দেবে বোন নুজহাত, রইল তাঁর ছবি
সৌন্দর্য্যের দিক দিয়ে যে কোনও নায়িকাকে হারিয়ে দিতে পারেন। তাঁর বোনের নাম নুজহত (Nushat Jahan)।

টলিউড জুড়ে ‘সেক্সি মাম্মা’দের ছড়াছড়ি। মা হওয়ার পর অভিনেত্রীরা যেন আরও বেশি বোল্ড এবং সুন্দরী হয়ে উঠছেন দিন কে দিন। তাঁদের ফিগারে নেই কোনও ছিটেফোট মেদ। সন্তান হওয়ার কয়েক মাস পরেই নিয়মিত শরীরচর্চা করে নিজেদের শরীরের সমস্ত মেদ ঝরিয়ে চাবুক, মারকাটারি ফিগারে অধিকারী হয়ে উঠছেন টলিউডের সেক্সি অভিনেত্রীরা। যে তালিকায় রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick), পূজা বন্দোপাধ্যায় (Puja Bose Banerjee), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly) এবং নুসরত জাহান (Nusrat Jahan)। কে বলবে, তাঁরা এক সন্তানের মা!
যদিও অভিনেত্রীদের ফিগার, সৌন্দর্য্যই একমাত্র আকর্ষণ নেটিজেনদের কাছে। তাঁদের আবেদনময়ী চাহনিতে মুগ্ধ তাঁদের ভক্তরা। তাইতো প্রতিনিয়ত নিজেদের ডায়েট এবং শরীরচর্চায মুড়িয়ে রাখছেন অভিনেত্রীরা। তেমনি অভিনেত্রী নুসরত জাহান। যাঁকে নিয়ে নেট দুনিয়া অলওয়েজ মেতে থাকেন। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসা মাত্রই দারুণ উৎসুক হয়ে পড়েন নেটবাসীরা। কারণ সেই সময়ে তাঁর স্বামী নিখিলের সঙ্গে বিচ্ছেদ ঘটে যায়। সেই নিয়ে চলে বহুল জল্পনা-কল্পনা। শেষমেশ জানা যায় নুসরতের সন্তানের পিতা অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। এখন স্বামী-সন্তানকে নিয়ে বেশ সুখের সংসার তাঁর। নানাসময়ে নানারকম অবতারে নেটিজেনদের ঘুম ওড়ান তিনি।
তবে অভিনেত্রীর বোনও কিন্তু কম চর্চিত নন। তিনি দিদির পথ অনুসরণ না করলেও সৌন্দর্য্যের দিক দিয়ে যে কোনও নায়িকাকে হারিয়ে দিতে পারেন। তাঁর বোনের নাম নুজহত (Nushat Jahan)। আজকে তিনিই এই প্রতিবেদনের আলোচ্য বিষয়। বহুবার নুসরতের ইনস্টাগ্রাম পোস্ট থেকে উঠে আসে নুজহতের ছবিও। এছাড়া প্রায়শই নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন নুজহত। যদিও এখন নুজহত জাহানের অ্যাকাউন্টটি প্রাইভেট করে রাখা। নুজহত পেশায় একজন ফ্যাশান ডিজাইনার। ফ্যাশনেও দিদিকে ছাপিয়ে গিয়েছেন তিনি। নুসরত-নিখিলের বিয়েতে নুসরতের পাশাপাশি নজর কেড়েছিল নুজহতও। যদিও পরে এই বিয়েটাই অস্বীকার করেছিলেন নুসরত জাহান। অভিনেত্রীর মেহেন্দি অনুষ্ঠানে মা সুষমা খাতুনের সঙ্গে দেখা গিয়েছিল নুজহত জাহানকে, তাঁর পরনে সি গ্রিন ও হলুদ রঙের লেহেঙ্গা চোলি। এছাড়া সেই ছবি দেখেই বোঝা যায়, বোনকে খুবই ভালবাসেন দিদি নুসরত।
View this post on Instagram
কখনো বোনের চুল ঠিক করে দিচ্ছেন, আবার কখনো বোনের পোশাক ঠিক করে দিচ্ছেন। নুসরতের সঙ্গে দূরত্ব তৈরি হলেও নুজহতের জন্মদিনের দিন নিখিলের ইনস্টাগ্রাম পোস্টে উঠে এসেছিল নুজহত জাহানের ছবি। পাশাপাশি বোনকে অভিনেত্রী নুসরতও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘ভাগ্য তোমার, তবে আমার শুভেচ্ছা রইল। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমার যত বড়ই স্বপ্ন থাকুর, ধীরে ধীরে তুমি তাতে পদক্ষেপ করো। তোমার জীবনের এই বিশেষ দিনে আমি শুভেচ্ছা জানাই, তোমার জীবন আরও সুন্দর হোক। জীবন আরও চমক এবং আনন্দে ভরে উঠুক। জানবে তোমাকে আমি সবসময়ই ভালোবাসি। শুভ জন্মদিন আমার ছোট্ট বোন।’ বর্তমানে নুজহত কানাডার টরন্টোতে পড়াশোনা করছেন।