×

Juhi Chawla : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যের নিরিখে ঐশ্বর্য রাইকেও টেক্কা দেবে জুহি চাওলার মেয়ে, রইল তাঁর ছবি

২০০১ ও ২০০৩ সালে যথাক্রমে কন্যা জাহ্নবী ও পুত্র অর্জুনকে জন্ম দেন জুহি।

Juhi Chawla : আশির দশকের ‘মিস ইন্ডিয়া’ (Miss India) জুহি চাওলা ( Juhi Chawla ) হিন্দি ছবিতে একসময় বলিউডে চুটিয়ে অভিনয় করেছেন। হিন্দি চলচ্চিত্রে অভিনয় করা ছাড়াও তাঁকে দেখা গিয়েছে তামিল, কন্নড়, মালয়ালম, তেলেগু, পাঞ্জাবী ও বাংলা সিনেমাতে। তাঁর চিত্তাকর্ষক অনস্ক্রিন ব্যক্তিত্ব ও কমেডি টাইমিংই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতো। কর্মে দক্ষতার দৌলতে তিনি প্রশংসিত হয়েছে দেশজুড়ে। অভিনয় জগৎ ছাড়াও তিনি ক্রিকেট জগতেও আগ্রহ দেখিয়েছে। এই অভিনেত্রী বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের সহ মালিক।

Juhi Chawla

সফল কর্মজীবনের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও বেশ সামঞ্জস্যপূর্ণ ছিল। তিনি বিয়ে করেন শিল্পপতি জয় মেহতাকে। এরপরে ২০০১ ও ২০০৩ সালে যথাক্রমে কন্যা জাহ্নবী ও পুত্র অর্জুনকে জন্ম দেন জুহি। আজকের এই বিশেষ প্রতিবেদন জুহি কন্যা জাহ্নবীকে নিয়েই।

Juhi Chawla

বর্তমানে মুম্বাই নগরীতে দুই জাহ্নবী থাকলেও, দুইজনে পরস্পরের পুরো বিপরীত। এক জাহ্নবী অভিনয় জগতের অংশ, অপর জাহ্নবী ক্রিকেট ও বইয়ের মাঝে মত্ত। জুহির দাবি, জাহ্নবী কখনওই অভিনয় জগতের অংশ হতে চাননি। তিনি বইয়ের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে এবং তিনি লেখিকাও হতে চেয়েছিলেন। একইসঙ্গে ক্রিকেটেও জাহ্নবীর নাকি ভালোই নেশা রয়েছে। আর তাই, মাত্র ১২ বছর বয়স থেকেই ক্রিকেটের প্রতি কৌতূহল দেখা যেত তাঁর।

Juhi chawla :

মাত্র ১৭ বছর বয়সে আইপিএল-এর নিলামে অংশগ্রহণ করেন জাহ্নবী। তখনই ‘জুনিয়র জুহি’-র মুখ দর্শকদের নজরে পড়ে আইপিএল-এর অকশনের কনিষ্ঠতম সদস্য হিসেবে। জুহি সেই ফটো ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলেন। ফটোটি প্রকাশ্যে আসার পরেই অনেকেই দাবি করেন, আইপিএল-এর অকশনে জাহ্নবীর অংশগ্রহণ বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, তাঁর উপস্থিতি আইপিএল জগতে জাহ্নবীর জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার বার্তা বহন করে এনেছিল।

Related Articles