রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে নামি দামি নায়িকাদেরও টেক্কা দেবে যীশুর মেয়ে, দেখুন ছবি
যীশু সেনগুপ্ত নীলাঞ্জনা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুইজনের দুই কন্যা সন্তান রয়েছে। যীশুর প্রথম সন্তানের নাম সারা (Sara)।

যীশু সেনগুপ্ত (Jishu Sengupta) টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেতা। তিনি নিজের অভিনয়ের ছাপ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়াও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ও সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রেখেছেন। তাঁর অভিনয় দেশজুড়ে সমাদৃত। নির্দিষ্ট রকমের অভিনয়ের ছকের বাইরে বেরিয়ে বিভিন্ন ভূমিকায় তাঁকে অভিনয় করতে দেখা যায়।
যীশুকে একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবহেলার শিকার হতে হয়েছিল। কিন্তু তাই বলে তিনি দমে যাননি। নিজেকে নতুনরূপে মেলে ধরতে সর্বদাই প্রস্তুত থেকেছেন তিনি। বর্তমানে বাংলা ছাড়াও হিন্দি, তেলেগু, তামিল ভাষার সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন তিনি। এইগুলো হল যীশুর কর্মজীবনের কথা। তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন কেমন? চলুন একটু সেদিকেই উঁকি মেরে নেওয়া যাক।
যীশু সেনগুপ্ত নীলাঞ্জনা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুইজনের দুই কন্যা সন্তান রয়েছে। যীশুর প্রথম সন্তানের নাম সারা (Sara)। খুব কম বয়স থেকেই তাঁর অভিনয় জগতে আগমন। তিনি এখনও প্রাপ্তবয়স্ক হননি, তবে ফ্যাশন ও অভিনয়ের দৌলতে তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পরিচিত লাভ করেছেন। নিজের জীবনের খুঁটিনাটি ঘটনা তিনি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ২৫ হাজারেরও বেশি। সবাই তাঁর দুই আঁখির প্রশংসা করেন। অনেকেরই দাবি, তিনি নাকি তাঁর বাবার মতো দেখতে।
সৃজিতের ‘উমা’ সিনেমার হাত ধরে তাঁর অভিনয় জগতে আগমন। এই সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। প্রথমে যীশু বা নীলাঞ্জনা কেউই সারাকে এত তাড়াতাড়ি অভিনয় জগতের অংশ হতে দিতে চাননি। কিন্তু, সিনেমার চিত্রনাট্য পড়ে দুজনে আর সৃজিতকে ফেরাতে পারেননি। এই চিত্রনাট্য পছন্দ হয়ে যায় সারারও। ব্যাস, অভিনয় করে ফেলেন সিনেমায়। বর্তমানে তিনি যদিও অভিনয় জগতের থেকে দূরে পড়াশোনার জগতেই নিজেকে ব্যস্ত রেখেছেন।