সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদের দশ গোল দেবে ‘বিবাহ’ সিনেমার অমৃতার বোন ছোটি, রইল তাঁর লেটেস্ট ছবি
বলিউডের একটি জনপ্রিয় সিনেমা 'বিবাহ'। শাহিদ কাপুর এবং অমৃতা সিং অভিনীত এই ছবিটি সিনেমাপ্রেমীদের কাছে নস্টালজিক।

বলিউডের একটি জনপ্রিয় সিনেমা ‘বিবাহ’। শাহিদ কাপুর এবং অমৃতা সিং অভিনীত এই ছবিটি সিনেমাপ্রেমীদের কাছে নস্টালজিক। ছবিটির বয়স আপাতত অনেকদিন হয়ে গিয়েছে। কিন্তু তাও মানুষের কাছে এই ছবির কোনও ব্যতিক্রম নেই। সম্পূর্ন বিয়ে কেন্দ্রিক এই ছবিতে, শাহিদ-অমৃতার অভিনয় জাস্ট ফাটাফাটি। শহুরে পাত্র এবং গ্রামের একটি লাজুক কণে, তাঁদের বিয়ে প্রায় ঠিকই, কিন্তু শেষে বোনকে বাঁচাতে গিয়ে অমৃতার আগুনে পুড়ে যাওয়া এবং সেই অবস্থাতেই শাহিদের তাঁকে বিয়ে করে নেওয়া, সিনেমার অন্যতম ভাইব।
যাই হোক, সিনেমাতে শাহিদ-অমৃতা ছাড়াও আরও অভিনয় করেছিলেন জনপ্রিয় সব তারকারা। অমৃতার বোনের চরিত্রেও একজন টিনেজার শিল্পী অভিনয় করেছিলেন। তিনি কে আপনাদের জানা আছে? আজকাল শিশুশিল্পীদের খোঁজও মানুষ রাখেন। তাঁরা এক কালে মানুষের হৃদয় জয় করলেও, পরবর্তীতে তাঁরা কি করছেন, কতটা বড় হল।সবটা নিয়েই মানুষ সন্ধান চালান। এবার জানাই সেই মেয়েটি কোথায় এখন?
ছোট্ট বয়সেই প্রচুর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল সুন্দরী অমৃতা প্রকাশ, হ্যাঁ তাঁর নাম। ‘বিবাহ’ ছবিতে অমৃতা রাও-র ছোটো বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে সে আর ছোট্ট খুদে নেই। এতদিনে যথেষ্ট বড় হয়ে গিয়েছেন। এতদিন পর তাঁকে দেখলে হয়তো চিনতেই পারবেননা অনেকে। সৌন্দর্যের নিরিখে বলিউড অভিনেত্রীদেরও হার মানায় এই অভিনেত্রী। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁরই কিছু ছবি। কোথাও গোলাপী টপ আর শর্টস তো আবার কোথাও শার্ট এবং শর্টসে দেখা যাচ্ছে তাঁকে। মাত্র ৪ বছর বয়সেই টিভি বিজ্ঞাপনের মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে বলিউডেও দারুন নাম করেছেন অভিনেত্রী।
২০০২-এ মুক্তিপ্রাপ্ত ‘তুম বিন’ ছিল অমৃতার প্রথম ছবি। যেখানে তিনি ছোট্ট মেয়ে মিলির চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ‘কোই দিল ম্যায় হ্যায়, ‘উই আর ফ্যামলি’, ‘এক বিবাহ অ্যায়সা ভি’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি বেশ কিছু দক্ষিণী ছবিতেও কাজ করেছেন অমৃতা। তবে তাঁর অভিনীত ‘বিবাহ’ ছবির চরিত্রটিই তাঁকে দিয়েছে কাঙ্খিত জনপ্রিয়তা।