×

বিয়ের এক বছরের মধ্যেই ডিভোর্স, রচনার প্রথম স্বামীকে চেনেন? তিনিও ইন্ড্রাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। তিনি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও প্রসেনজিৎ চ্যাটার্জির (Prasenjit Chatterjee) অভিনেতাদের বিপরীতে নায়িকারূপে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি বাংলা সিনেমা জগৎ ছাড়াও ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অভিনেত্রীরূপে কাজ করেন। এই সূত্রে তিনি সিদ্ধান্ত মহাপাত্রের (Siddhant Mahapatra) সঙ্গেও অভিনয় করেন। এমনকি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর বিপরীতেও তাঁকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে দেখা যায়।

বর্তমানে তাঁকে আর বড়ো পর্দায় তেমন দেখা যায় না। তবে ‘দিদি নং ওয়ান’ রিয়েলিটি শোয়ের দৌলতে তিনি ছোটপর্দায় বহু দর্শকের কাছে ‘দিদি’ নামে পরিচিত। অভিনেত্রীর কর্মজীবনের গ্রাফ যেমন সরলরেখায় থাকেনি, তেমনই ব্যক্তিগত জীবনেও তাঁকে একাধিক প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। রঙিন কর্মজীবন তাঁর ব্যক্তিগত সাদাকালো জীবনকে রাঙিয়ে দিতে পারেনি। চলুন এই জনপ্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে একটু উঁকি মেরে নেওয়া যাক।

অভিনয় জীবনের অধ্যায়ে নিজের সহ অভিনেতা প্রবাল বসুর সঙ্গে প্রণয় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রচনা। তাঁর সঙ্গেই তিনি পরবর্তীকালে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। একসময় তাঁদের বিবাহিত জীবনে আসে নতুন সদস্য, জন্ম নেয় পুত্র সন্তান। বর্তমানে আর একসঙ্গে থাকেন না রচনা ব্যানার্জি ও প্রবাল। কিন্তু সন্তানের কথা ভেবে এখনও লিখিতভাবে ডিভোর্স নেননি দুজনে। সাধারণত সবাই এতদিন জানতেন প্রবালই হয়তো তাঁর প্রথম স্বামী। কিন্তু এক সাক্ষাৎকারে সত্যের খোলসা করলেন তিনি।

রচনা ব্যানার্জি জানালেন যে, প্রবাল বসু মোটেই তাঁর প্রথম স্বামী নন। তাঁর প্রথম স্বামী ছিলেন অভিনয় জগৎ থেকেই এবং কাজ করেছিলেন নায়কের ভূমিকাতেই। তবে তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অংশ ছিলেন না। তাঁর কথা অনুযায়ী, রচনার প্রথম স্বামী ছিলেন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। জানা যায়, রচনা ব্যানার্জি ওড়িয়া অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে গোপনে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু সিদ্ধান্তের পরিবার তা মেনে না নেওয়ায় মোটামুটি ১ বছরের মাথায় বিবাহ ভেঙে যায় দুজনের। এরপরেই রচনা ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে বাংলা সিনেমা জগতের অংশ হওয়ায় মন দেন। তারপরেই পর্দায় জনপ্রিয়তা লাভ করে প্রসেনজিৎ ও রচনার জুটি।

Related Articles