×

সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও হার মানাবে ভোজপুরি সুপারস্টার রবি কিষানের মেয়ে, রইল ছবি

ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির (Bhojpuri Film Industry) এক জনপ্রিয় অভিনেতা হলেন রবি কিষান (Rabi Kishan)।

ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির (Bhojpuri Film Industry) এক জনপ্রিয় অভিনেতা হলেন রবি কিষান (Rabi Kishan)। তাঁর অভিনয় জীবনের সূত্রপাত ভোজপুরী ইন্ডাস্ট্রির হাত ধরে হলেও তিনি পরবর্তীকালের নিজের প্রতিভার পরিধি সম্প্রসারিত করেন হিন্দি (Hindi), তেলেগু (Telegu), তামিল (Tamil) ও কন্নড় (Kannad) ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। ১৯৯২ সালে তাঁর সেই যে অভিনয় জীবনের সফর শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত।

কর্মজীবনে তাঁর অভিনীত প্রথম সিনেমা ছিল ‘পিতাম্বর’ (Pitambar)। এই সিনেমায় অভিনয় করার পরে তিনি আরও সিনেমায় অভিনয় করেন। তার বহু সিনেমাই হিট থেকেছে। মুম্বাইয়ে জন্মগ্রহণ করে হিন্দি ভাষায় সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করে সারা দেশ জুড়ে তিনি আজ রবি কিষান নামে পরিচিত। সম্প্রতি আবারও তাঁর নাম খবরের শিরোনামে থাকতে দেখা গেল। তবে এইবারটা তাঁর মেয়ের কেরামতিতে তাঁর নাম চর্চায় আসতে এলো।

অভিনেতা রবি কিষানের দুই মেয়ে রয়েছে। বড়ো মেয়ের নাম রিভা কিষান ও ছোট মেয়ের নাম ঈশিতা শুক্লা। রিভা ইতিমধ্যে বলিউডে ডেবিউ করে ফেলেছেন। আরও এক ভালো ও নতুন প্রজেক্টের অপেক্ষায় রয়েছেন তিনি। রবি কিষানের ছোট মেয়ে ঈশিতাও কোনো অংশে কম নন। তবে তিনি অভিনয় জগতের অংশ নন। ধারাবাহিকে বা সিনেমায় তাঁকে কোথাও দেখা যায়নি। কিন্তু এরপরেও বাবার মুখ উজ্জ্বল করেছেন ঈশিতা শুক্লা। ঈশিতা মূলত যোগ দিয়েছেন সেনাবাহিনীতে।

দুই বোনের কর্মজীবন ভিন্ন হলেও, দুইজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। দুই বোনেই সোশ্যাল মিডিয়াতে নিত্যনতুন ছবি পোস্ট করে থাকেন। রিভা গ্ল্যামারাস জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ঈশিতা প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেকে নিয়োগ করেন। দুজনেই দেখতে খুব সুন্দরী, বলিউডের অভিনেত্রীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন দুই অভিনেত্রী।

Related Articles