রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে নামি দামি নায়িকাদেরও হার মানাবে প্রেম চোপড়ার মেয়ে, রইল তাঁর ছবি
বিখ্যাত ভিলেনদের কথা উঠলে প্রথমেই আসবে বলিউড অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) নাম।

বিখ্যাত ভিলেনদের কথা উঠলে প্রথমেই আসবে বলিউড অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) নাম। একের পর এক হিট সিনেমায় তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। ৫০ বছর কিংবা তার বেশি সময় ধরে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন তিনি। ‘Prem Pujari’, ‘Aap Aye Bahaar Ayee’, ‘Dil Aur Deewaar’, ‘Koi… Mil Gaya‘ মতো বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন প্রেম চোপড়া।
বলিউডের অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি তাঁদের সন্তানরাও স্টার কিড হিসেবে খুবই জনপ্রিয়। বহু স্টার কিডদের আমরা চিনি। কিন্তু প্রেম চোপড়ার মেয়েকে কি চেনেন? তিন কন্যা সন্তানের পিতা প্রেম চোপড়া। তাঁর বড়ো মেয়ের নাম প্রেরণা চোপড়া যোশী (Prerna Joshi)। বাবার পথে নয়, সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছেন প্রেম চোপড়ার বড় কন্যা প্রেরণা।
২০০০ সালের ১৫ই জুন তিনি বিখ্যাত বলিউড অভিনেতা শর্মন যশি (Sharman Joshi)-কে বিয়ে করেন প্রেরণা। ৪৮ বছর বয়সী প্রেরণাকে দেখতে যে কোনো বলিউড অভিনেত্রীর থেকে কিছু কম নয়। প্রেরণা নিজে বিজনেস করেন এবং তার পাশাপাশি তিনি শর্মনের ম্যানেজমেন্ট হেড। প্রেম চোপড়ার মেয়ে বা শর্মন যোশির স্ত্রী হিসাবে নয়, প্রেরণা যোশি হিসেবেই নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন তিনি।
বাবা-মা অভিনয় জগতে থাকলেই যে সন্তানেরাও সেই একই পথে হাঁটবে এমনটা নয়। সেটাই প্রমাণ করেছে প্রেম চোপড়ার কন্যা প্রেরণা যোশি। বাবার হাত ধরে শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), অনন্যা পাণ্ডে (Ananya Panday) বা আলিয়া ভাট (Alia Bhatt)-রা তাদের নিজেদের পরিচয় তৈরী করেছে ঠিকই কিন্তু নিজের প্রচেষ্টায় নিজের জায়গা তৈরি করার একটা আলাদা মান রয়েছে। সেটাই প্রমাণ করেছেন প্রেরণা।