×

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যের নিরিখে নামি দামি নায়িকাদেরও হার মানাবে প্রকাশ রাজের স্ত্রী, রইল তাঁর ছবি

পনি বর্মার প্রকৃত নাম রেশমি বর্মা (Reshmj Verma), পেশায় কোরিওগ্রাফার। ভারতীয় ডান্সিং কোরিওগ্রাফার হিসাবে তাঁর যাত্রা শুরু হয় ২০০০ সালে।

অভিনয় জগতের এক জনপ্রিয় নাম প্রকাশ রাজ (Prakash Raj)। বহু প্রতিভার অধিকারী এই অভিনেতা দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করা ছাড়াও বলিউডে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তাঁকে ২০১১ সালে বলিউডে অজয় দেবগণের ‘সিংঘম’ (Singham) সিনেমায়, ২০১২ সালে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির মহেশবাবুর ‘বিজনেসম্যান’ (Businessman) সিনেমায়, ২০১৮ সালে রাম পনিথেনির তেলেগু সিনেমা ‘হ্যালো গুরু প্রেমা কসামে’ সিনেমায় দেখা যায়। এছাড়াও তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি অভিনেতা হওয়া ছাড়াও পরিচালক, প্রযোজক ও টেলিভিশন উপস্থাপক।

প্রকাশ রাজের প্রকৃত নাম প্রকাশ রেই। তিনি তামিল সিনেমা পরিচালক কে বালাচান্দারের পরামর্শের ভিত্তিতে নিজের নাম পরিবর্তন করেছিলেন। নিজ রাজ্যে তিনি প্রকাশ রেই নামেই পরিচিত। তবে পুরো দেশজুড়ে তিনি জনপ্রিয় প্রকাশ রাজ। এই অভিনেতা ১৯৬৫ সালের ২৬শে মার্চ তারিখে কর্ণাটকের বেঙ্গালুরুর কন্নড়ভাষী মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সেন্ট জোসেফ হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করার পরে তিনি সেন্ট জোসেফ অফ কমার্সে পড়েন।

এরপরে ১৯৯৪ সালে তিনি ললিতা কুমারি (Lalita Kumari) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরে তাঁদের জীবনে মেঘনা ও পূজা নামের দুই কন্যা সন্তান ও সিধু নামক এক পুত্রসন্তান আসে। কিন্তু, প্রকাশ ও ললিতার ওই বিবাহ বেশি বছর টেকেনি। ২০০৯ সালে দুইজন একে অপরকে ডিভোর্স দিয়ে দেন। এরপরে প্রায় এক বছরের মাথায় তিনি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন পনি বর্মার (Pony Verma) সঙ্গে। দুইজনের বিয়ে হয় ২০১০ সালে ২৪শে আগস্ট তারিখে। দুই জনের এক পুত্রসন্তান আছে, নাম বেদান্ত (Vedanta)।

পনি বর্মা যেন রূপে লক্ষ্মী, গুনে সরস্বতী। তিনি নিজ দক্ষতার জেরে বলিউড ইন্ডাস্ট্রির এক খ্যাতনামা কোরিওগ্রাফার হিসাবে পরিচিত। ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী সৌন্দর্যের নিরিখে নায়িকাদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন।

পনি বর্মার প্রকৃত নাম রেশমি বর্মা (Reshmj Verma), পেশায় কোরিওগ্রাফার। ভারতীয় ডান্সিং কোরিওগ্রাফার হিসাবে তাঁর যাত্রা শুরু হয় ২০০০ সালে। তিনি ‘হাঙ্গামা’, ‘গরম মশালা’, ‘কিউ কি’, ‘চুপ চুপ কে’, ‘আপ কা শুরুর’, ‘ভুল ভুলাইয়া’, ‘চাঁদনী চক টু চায়না’, ‘প্রিন্স’, ‘খাট্টা মিঠা’, ‘গুজরিস’, ‘বদ্রিনাথ’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘জিলা জিন্দাবাদ’, ‘জঞ্জির’, ‘টাইগার জিন্দা হ্যা’-এর মতো একাধিক সিনেমায় কোরিওগ্রাফি করেন। এছাড়াও তিনি কালার্স (Colours) চ্যানেলের ‘চাক ধুম ধুম’ (Chak Dhoom Dhoom) ডান্স রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকাতেও ছিলেন।

Related Articles