×

অবাঙালি হয়েও বাংলা সিরিয়ালে রাজত্ব করছেন এই ৭ টেলি তারকা, অভিনয়ে মুগ্ধ দর্শকরাও

ইন্ডাস্ট্রিতে এমন বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা বাঙালি না হয়েও সুন্দর বাংলা ভাষায় কথা বলে অভিনয় করে মন জয় করে নিয়েছে।

বাংলা ধারাবাহিকগুলোতে এখন নতুন মুখের সমাহার। ইন্ডাস্ট্রি এখন ভরে গিয়েছে প্রচুর নতুন অভিনেতা অভিনেত্রী তে। তবে সব অভিনেতা অভিনেত্রীরা বাঙালি নয়। ইন্ডাস্ট্রিতে এমন বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা বাঙালি না হয়েও সুন্দর বাংলা ভাষায় কথা বলে অভিনয় করে মন জয় করে নিয়েছে সমগ্র বাঙালি দর্শকদের। আজ এই প্রতিবেদনে এমন কয়েকজন অবাঙালি অভিনেতা-অভিনেত্রীদের সাথে পরিচয় করাবো আপনাদের। আসুন পরিচিত হয়ে নিন সেসব অ বাঙালি অভিনেতা অভিনেত্রীদের সাথে।

১: পল্লবী শর্মা:– স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ ধারাবাহিকের ‘জবা’র চরিত্রে অভিনয় করে গোটা বাংলার মানুষের চোখের মনি হয়ে উঠেছিল এই অভিনেত্রী। এখন এই অভিনেত্রী কে জি বাংলায় ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। বিনোদন জগতে পল্লবী শর্মা বেশ জনপ্রিয় মুখ। বাঙালি নন এই অভিনেত্রী।

২: অ্যানমেরি টম:- স্টার জলসায় ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী অ্যানমেরি টম। মালয়ালি বংশে জন্মগ্রহণ করেছেন এই অভিনেত্রী। তবে ছোট থেকে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মামার বাড়িতেই বড় হয়ে উঠেছেন তিনি।

৩: ঋষি কৌশিক:- বাংলা ধারাবাহিক জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ ঋষি কৌশিক। বাঙালি না হয়েও বাংলায় চুটিয়ে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে নাম রয়েছে ঋষি কৌশিকের। অসমীয়া হওয়া সত্ত্বেও অবলীলায় তিনি কাজ করে চলেছেন বাংলা ধারাবাহিকে। শুধু ধারাবাহিক নয়, বাংলা সিনেমা এমন কি ওয়েব সিরিজও দেখা গিয়েছে তাকে। ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও একটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা।

৪: নেহা আমনদীপ:- বাঙালি না হয়েও বাংলায় একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন নেহা। পাঞ্জাবি পরিবারে জন্মগ্ৰহণ করেছিলেন নেহা।

৫: ক্রুশল আহুজা :- ‘রানু পেল লটারি’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন ক্রুশল আহুজা। বর্তমানে এই অভিনেতা পৌঁছেছেন জনপ্রিয়তার শিখরে। বাঙালি না হয়েও বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। যদিও বর্তমানে হিন্দি ধারাবাহিকে কাজ করছেন এই অভিনেতা।

৬: শ্বেতা মিশ্র:- একাধিক ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেন দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। জানা যায়, এই অভিনেত্রী উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। মাড়োয়ারি বাড়ির মেয়ে হয়েও বাংলা ধারাবাহিকে স্পষ্ট বাংলায় ডায়লগ বলে সুন্দর অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Related Articles