×

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ! দেখুন ছবি

বলিউডের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মাদালসা শর্মা। তবে শুধু অভিনেত্রী হিসেবেই নয়, এর বাইরে তার পরিচয় হলো তিনি মিঠুন পুত্র মহাক্ষয়ের স্ত্রী।

বলিউডে (Bollywood) প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অন্যতম। যদিও শুধুমাত্র বলিউড নয়, টলিউডেও জোর কদমে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ‘ জিমি জিমি, disco dancer ‘ এর মত নাচ দর্শকদের একসময় নাচিয়ে ছেড়েছিল। বর্তমানে মিঠুন চক্রবর্তীর বয়স ৭০ এর ঊর্ধ্বে। যদিও এখনো তিনি তার কর্ম ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেক বেশি সক্রিয়। আজকের এই প্রতিবেদন মিঠুন চক্রবর্তী কে নিয়ে নয়। বরং তাঁর পুত্রবধূকে নিয়ে। চেনেন কি মিঠুন চক্রবর্তীর পুত্রবধূকে? যেকোনো বলিউড নায়িকাকে সৌন্দর্যের দিক থেকে বলে বলে গোল দিতে পারেন মিঠুন পুত্রবধূ।

বলিউডের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মাদালসা শর্মা। তবে শুধু অভিনেত্রী হিসেবেই নয়, এর বাইরে তার পরিচয় হলো তিনি মিঠুন পুত্র মহাক্ষয়ের স্ত্রী। ২০১৮ সালে বাবার সহমত নিয়ে ধুমধাম করে মাদালসাকে বিয়ে করেন মহাক্ষয়। ছোট পর্দায় মাদালসা কতটা জনপ্রিয় তা আমরা সকলেই জানি। তবে ইন্ডাস্ট্রিতে সেভাবে দাঁড়াতে পারেননি মিঠুন পুত্র মহাক্ষয়। সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে জনপ্রিয় মাদালসা।

সোশ্যাল মিডিয়াতে ব্যাপক অ্যাকটিভ থাকেন মিঠুন পুত্রবধূ মাদালসা। তাঁর স্টাইলিংয়ে মুগ্ধ নেটিজেনরা। মাঝেমধ্যেই মাদালসার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি মাদালসা একটি ছবি পোস্ট করেছেন তার নিজস্ব ইনস্টাগ্রাম (instagram) অ্যাকাউন্ট থেকে। ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীর পরনে রয়েছে, কালো রঙের ক্রপটপ ও শর্ট স্কার্ট। এছাড়া ঘিয়ে রঙের ব্লেজার, মাথায় রিবন, পায়ে হাইহিল ও হাতে ব্যাগ ছিল অভিনেত্রীর। অভিনেত্রী পাগল করা এই বোল্ড লুকে রাতের ঘুম উড়েছে অধিকাংশ নেটিজেনের।

বাংলায় অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘শ্রীময়ী’। এই ধারাবাহিক এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এটি হিন্দিতে রিমেক করা হয় ‘অনুপমা’ নামে। সেই ধারাবাহিকেই কাব্য নামের একটি জনপ্রিয় চরিত্রে অভিনয় করছেন মাদালসা। বাংলায় জুন আন্টির চরিত্র যেটা ছিল হিন্দিতে সেই চরিত্রটাই কাব্য। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা নেগেটিভ ক্যারেক্টারে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে নেগেটিভ ক্যারেক্টারে অভিনয় করলেও তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি। বাংলায় জুন আন্টি চরিত্রকে সমালোচনা করা হলেও হিন্দিতে মাদালসাকে কাব্যের চরিত্রে অভিনয় করতে দেখে দর্শকরা এই অভিনেত্রীর অভিনয় দক্ষতা কে প্রশংসা জানিয়েছেন।

Related Articles