×

সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে ধোনির বোন, রইল তাঁর ছবি

মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) একজন অন্যতম ভারতীয় ক্রিকেটার।

মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) একজন অন্যতম ভারতীয় ক্রিকেটার। তিনি ছোটবেলায় ফুটবল খেলায় গোলরক্ষকের ভূমিকায় খেলতেন ও পরবর্তী সময়ে স্থানীয় ফুটবল কোচের প্রদত্ত উৎসাহে ক্রিকেট খেলার প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। মূলত দশম শ্রেণীর পর থেকেই তিনি ক্রিকেটে উইকেট রক্ষক ও ব্যাটসম্যন হিসেবে নিজেকে মেলে ধরতে শুরু করেছিলেন।

ধোনি ১৮ বছর বয়সে ১৯৯৯-২০০০ মৌসুমে বিহার ক্রিকেট দলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। এরপর তিনি পরপর প্রতি মৌসুমেই রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন। এই টুর্নামেন্টে লাগাতার সাফল্যের পরে ২০০৩-২০০৪ সালে জিম্বাবোয়ে ও কেনিয়া সহরে ভারতীয়-এ ক্রিকেট দলে জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দলের হয়ে ধোনির টেস্ট অভিষেক ঘটে।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি-২০ বিশ্বকাপে প্রথমবার ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। তাঁর নেতৃত্বেই ২০০৯ সালের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দল আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১ নং দলের মর্যাদা পায়। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ধোনির নেতৃত্বেই ভারতীয় দল দীর্ঘ ২৮ বছর পর ট্রফি জয় করতে সক্ষম হয়েছিল। এহেন সাফল্যমণ্ডিত কেরিয়ার ও তুমুল জনপ্রিয়তার পাশাপাশি স্বাভাবিকভাবেই তাঁর ব্যক্তিগত জীবন‌ও বারংবার আলোচনার বিষয় হয়ে ওঠে।

ধোনির সূত্রে তাঁর পরিবারের সকলেই ভারতবর্ষে বেশ জনপ্রিয়। বিশেষত তাঁকে নিয়ে ‘এম‌এস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তির পর থেকে তাঁর দিদি জয়ন্তী গুপ্ত (Jayanti Gupta) পরিচিতি অর্জন করেন। তিনি ছোটবেলা থেকেই ভাইকে সবসময় সাহায্য করে এসেছেন। পেশায় তিনি একজন শিক্ষিকা। জয়ন্তী গৌতম গুপ্তের (Gautam Gupta) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ রয়েছেন। এইসব ছাড়াও ধোনির দিদি সৌন্দর্যের দিক দিয়েও অনেক তারকাদের হার মানাতে সক্ষম।

Related Articles