রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে কুমার শানুর হবু পুত্রবধূ! দেখুন ছবি
বর্তমানে জান কুমার শানুকে সোশ্যাল মিডিয়ায় নিবেদিতা পালের (Nivedita Pal)-এর সঙ্গে দেখা যাচ্ছে।

যারা নব্বই দশকে কিশোর জীবন বা যৌবন পর করেছেন, তাঁদের কাছে নব্বই দশকের গানের দরই আলাদা। কিছু মানুষ আবার নব্বই দশকে না জন্মালেও নব্বই দশকের গান শুনতে বেশ পছন্দ করেন। নব্বই দশকের গান শোনেন, কিন্তু জনপ্রিয় গায়ক কুমার শানুর (Kumar Shanu) নাম জানেন না, খুঁজে পাওয়া মুশকিল।
কুমার শানুর প্রকৃত নাম কেদারনাথ ভট্টাচার্য (Kedarnath Bhattacharya)। তিনি নব্বই দশকের অন্যতম সেরা গায়ক ও সুরকার। বাণিজ্য বিভাগে ডিগ্রি লাভ করলেও তাঁর ভাগ্য লেখা ছিল অন্য কোথাও। তিনি হোটেল ও অনুষ্ঠানে গান গাওয়ার পরে মুম্বাইয়ে গান গাওয়ার সুযোগ পান। এরপরে ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত চুটিয়ে গান করেন। কুমার শানুর কর্মজীবন জীবন ও ব্যক্তিগত জীবন উভয়ই বেশ রঙিন থেকেছে।
কুমার শানুর ভিন্ন ভিন্ন সময়ে মোট দুইবার বিয়ে হয়েছে। আশির দশকে তিনি রিতা ভট্টাচার্যের সঙ্গে বিয়ে করেন। এই বিবাহ বন্ধনে থাকাকালীন জিকো (Jiko), জাস্সি (Jassi) ও জান কুমার সানু (Jaan Kumar Sanu) নামে তিন সন্তান জন্ম নেয়। কর্মজীবনের মাঝে তাঁর নাম বলি অভিনেত্রী মীনাক্ষীর সঙ্গে জড়িয়ে গেলে কুমার সানু ও রিতার বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে এরপরে কুমার সানু রাজস্থানের মেয়ে সালোনিকে (Saloni) বিয়ে করেন। এরপরে তাঁদের জীবনে আসে সান্নো (Sanno) ও আন্না (Anna) নামের দুই কন্যা সন্তান।
জানা যায়, জান কুমার শানুও এক গায়ক। কিন্তু তিনি নিজের বাবার পরিচয় ব্যবহার করে বলিউডে প্লেব্যাকের সুযোগ পেতে চাননি। তিনি আপাতত বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে কনসার্ট করে বেড়ান। জান কুনার শানুর নাম চর্চায় আসে তিনি ‘বিগবস সিজন ১৪’ (Bigboss Season 14)-তে এলে। যদিও তিনি বিগবসে জয়ী হননি, কিন্তু সেই সময়ের নিক্কি তম্বলির সঙ্গে তাঁর বন্ধুত্ব চোখে পড়ার মতো ছিল।
তবে বর্তমানে জান কুমার শানুকে সোশ্যাল মিডিয়ায় নিবেদিতা পালের (Nivedita Pal)-এর সঙ্গে দেখা যাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে আসা ফটোতে জানকে দেখা যায় সাদা টিশার্ট ও কালো ট্রাউজারে এবং নিবেদিতা পালকে দেখা যায় নীল-সাদা প্রিন্টেড ড্রেসে। গালভরা হাসিমুখে দুইজনকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যায় ফটোতে। ক্যাপশনে জান লেখেন, “যখন তুমি পাশে থাকো, তখন সব ঠিক হয়ে যায়”। জানের বন্ধুরা এরপরে প্রশ্ন করতে শুরু করলে নিবেদিতা জানান যে, তাঁরা ডেটিং করছেন না। জানা গেছে, দুইজনে সংশ্লিষ্ট রেস্টুরেন্টে ওয়াসাবি চিকেন পদটি খেতে গেছিলেন।